Traffic Movement

বছরের শেষ রাত ও বর্ষবরণে কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ! কোথাও ‘ওয়ান ওয়ে’, আবার কোথাও ‘নো এন্ট্রি’

৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি— কলকাতাবাসী তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ‘দখল’ নেয় কলকাতার রাস্তা। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, পার্ক স্ট্রিটে উপচে ভিড়। সেই কথা মাথায় রেখেই কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বছরের শেষ রাত। একই সঙ্গে নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। উৎসবের মেজাজে কলকাতা। আলোয় সেজেছে চারপাশ। সেই সাজ বা উৎসবের মেজাজে গা ভাসাতে দলে দলে মানুষ বার হয়। উৎসবের মরসুমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তা জন্য আগেভাগেই শহরে নিরাপত্তা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। শুধু জনজোয়ার নয়, যান চলাচল নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ। উৎসবে শহরের কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, তা প্রতিবারের মতো এ বারও জানিয়ে দিল কলকাতা পুলিশ।

Advertisement

৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি— কলকাতাবাসী তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ‘দখল’ নেয় কলকাতার রাস্তা। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, পার্ক স্ট্রিটে উপচে ভিড়। সেই কথা মাথায় রেখেই কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ। কোনও রাস্তা ‘নো এন্ট্রি’, আবার কোনও রাস্তা ‘ওয়ান ওয়ে’ (একমুখী)! তাই উৎসবে গা ভাসাতে যাঁরা গাড়ি নিয়ে বার হবেন, তাঁদের রাস্তাঘাট পরিস্থিতি জেনে রাখা প্রয়োজন।

কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩১ জানুয়ারি রাত এবং ১ জানুয়ারি বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কোথাও কোথাও পরিস্থিতি বুঝে গাড়ি ঘুরিয়ে দেওয়াও হতে পারে। পার্ক স্ট্রিটের পশ্চিম থেকে পূর্বে একমুখী (ওয়ান ওয়ে) গাড়ি চলবে রাত ৩টে পর্যন্ত। জওহরলাল নেহরু রোড এবং এজেসি বোস রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে একমুখী গাড়ি চলবে শেক্সপিয়র সরণি ধরে।

Advertisement

ওয়ান ওয়ে থাকবে হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট এবং জে এল নেহরু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ, পার্ক স্ট্রিট এবং এজেসি বোস রোডের মাঝে)। যান চলাচল বন্ধ থাকবে রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে। পার্ক স্ট্রিট এবং রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে উঠতে হলে ডান দিকে মোড় নেওয়া যাবে না।

পার্ক স্ট্রিটে আসতে হলে কোথায় গাড়ি পার্ক করা যাবে, তা-ও জানিয়েছে লালবাজার। গাড়ি পার্ক করা যাবে রাসেল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিম দিকে। ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম দিক বরাবর, উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের পশ্চিম দিকেও পার্কিং করা যাবে। কোন কোন জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না, তারও একটা তালিকা দিয়েছে লালবাজার। সেগুলি হল, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট (প্রয়োজন মতো), রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং উড স্ট্রিট।

ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে কলকাতার অনেকগুলি রাস্তায়। লালবাজারের তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ১ জানুয়ারি ভোর সাড়ে ৪টে পর্যন্ত এবং ১ জানুয়ারি বিকেল ৪টে থেকে মধ্যরাত পর্যন্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। জানানো হয়েছে, এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড ক্রসিং (উত্তরমুখী), হরিশ মুখার্জি রোড, ক্যাথেড্রাল রোড ক্রসিং (উত্তরমুখী), স্ট্র্যান্ড রোড, গোষ্টপাল সরণি ক্রসিং (পূর্বমুখী), অকল্যান্ড রোড (পূর্বমুখী), রেড রোড, মেয়ো রোড ক্রসিং, ডাফেরিন রোড ক্রসিং, কুইনসওয়ে ক্রসিং, শেক্সপিয়র সরণী ক্রসিং, এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিংয়ের (দক্ষিণমুখী) মতো রাস্তায় ভারী যান চলাচল করতে পারবে না নির্ধারিত সময়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement