Deepika Padukone

আট ঘণ্টা কাজের দাবিতে অনড়, সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি থেকে বাদ পড়ার পরে পাল্টা কী জবাব দিলেন দীপিকা?

‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়ার পর, তাঁকে অপেশাদার-সহ নানা কটু কথা বলেন বাঙ্গা। এই প্রসঙ্গে দীপিকার বক্তব্য, ‘‘যে যা পারছে বলুক না।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৫:২৮
Share:

(বাঁ দিকে) দীপিকা পাড়ুকোন, সন্দীপ রেড্ডী বাঙ্গা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্প্রতি দীপিকা পাড়ুকোনের মাতৃত্বের এক বছর পূর্ণ হয়েছে। ব্যক্তিজীবনে যখন পরিপূর্ণ তিনি, সেই সময়ে কর্মজীবনে একের পর এক প্রতিবন্ধকতা। সন্দীপ রেড্ডী বাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’-এর পর বাদ পড়েছেন ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকেও। অভিনেত্রীর আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি মানতে নারাজ নির্মাতারা। এই বিতর্কে এত দিন নীরব ছিলেন অভিনেত্রী। অবশেষে সন্দীপকে দিলেন পাল্টা জবাব!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা খোলখুলি জানান, তিনি আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্তে অনড়। দীপিকার কথায়, ‘‘আমি বলিউডে বহু পুরুষ তারকাকে চিনি, যাঁরা আট ঘণ্টা কাজ করেন। এমনকি সপ্তাহশেষেও কেউ কেউ কাজ করেন না। সেই সময় কেউ আপত্তি তোলেন না। একজন মহিলা দাবি করলেই এই প্রশ্নগুলো ওঠে।’’

‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়ার পর, তাঁকে অপেশাদার-সহ নানা কটু কথা বলেন বাঙ্গা। এই প্রসঙ্গে দীপিকার বক্তব্য, ‘‘যে যা পারছে বলুক না। আসলে, আমার শিক্ষা এমন কথা বলায় সম্মতি দেয় না। একজন খেলোয়াড় হিসাবে বলতে পারি, চারপাশের কোলাহল থেকে নিজেকে কী ভাবে বিচ্ছিন্ন রাখা যায়, সেই শিল্পটা আমার আয়ত্তে আছে।’’ পাশপাশি অভিনেত্রী এ-ও জানান, এই মুহূর্তে মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছেন তিনি। প্রতি দিন নতুন কিছু শিখছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement