Nusrat Jahan Yash Dasgupta

‘আমার মাথাব্যথার কারণ’! যশের জন্মদিনে দাম্পত্যজীবনের কোন অজানা কথা প্রকাশ্যে আনলেন নুসরত?

নায়িকার নিন্দকেরা বলতে শুরু করেন, চিড় ধরেছে তাঁদের সম্পর্কে। তবে শত্রুর মুখে ছাই দিয়ে, নিজেদের সুখী দাম্পত্যের আখ্যান দিলেন নুসরত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১২:০৯
Share:

(বাঁ দিকে) যশ দাশগুপ্ত, (ডান দিকে) নুসরত জাহান। ছবি: সংগৃহীত।

নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। দু’জনেই পেশায় অভিনেতা। তবে তাঁদের জীবনটাও সিনেমার থেকে কোনও অংশে কম নয়। একসময় নুসরত তাঁর বিয়ে বা মাতৃত্ব নিয়ে প্রায়ই শিরোনামে থাকতেন। ছেলে ঈশানের জন্মের পর খানিক থিতু হয় সেই জল্পনা। এ বার যশের জন্মদিনে নিজের দাম্পত্যজীবনের অজানা কথা প্রকাশ্যে আনলেন নুসরত।

Advertisement

একটা সময় নিয়মিত একসঙ্গে সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিতেন যশ ও নুসরত। মাঝে সেই ধারায় খানিক ছেদ পড়ে। তাতেই শুরু হয় গুঞ্জন। নায়িকার নিন্দকেরা বলতে শুরু করেন, চিড় ধরেছে তাঁদের সম্পর্কে। তবে শত্রুর মুখে ছাই দিয়ে নিজেদের সুখী দাম্পত্যের কথা সমাজমাধ্যমে জানালেন নুসরত। যশের জন্মদিনে তাঁকে নিজের ‘মাথাব্যথা’র কারণ বলেও উল্লেখ করেছেন নায়িকা।

এ দিন নুসরত লেখেন, ‘‘সারা পৃথিবীর সঙ্গে লড়াই করেছি। আবার একে অপরের সঙ্গেও লড়েছি। একে অপরের কথায় হেসেছি, আবার একে অন্যকে দুঃখও দিয়েছি। ঝগড়া-অশান্তি করতে রীতিমতো সিদ্ধহস্ত আমরা। তুমি আমার মাথাব্যথার কারণ। তাও তোমার জন্মদিনে এক পৃথিবী শুভেচ্ছা ও সাফল্য কামনা করি।’’ এই শুভেচ্ছাবার্তার সঙ্গে নিজেদের একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। যার মধ্যে একটি ছবিতে ছেলে ঈশানের জন্মের পরের মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement