কানে দীপিকা

হলিউডে তিনি আগেই পা দিয়েছেন। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালেও দীপিকা পাড়ুকোন হাজির থাকবেন বলে শোনা যাচ্ছে। কান’এর রে়ড কার্পেটে ঐশ্বর্যা রাই বচ্চন, সোনম কপূররা হেঁটেছেন।

Advertisement
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০০:৩২
Share:

হলিউডে তিনি আগেই পা দিয়েছেন। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালেও দীপিকা পাড়ুকোন হাজির থাকবেন বলে শোনা যাচ্ছে। কান’এর রে়ড কার্পেটে ঐশ্বর্যা রাই বচ্চন, সোনম কপূররা হেঁটেছেন। একটি কসমেটিক ব্র্যান্ডের হয়ে উপস্থিত ছিলেন তাঁরা। দীপিকাও একটি কসমেটিক ব্র্যান্ডের মুখ। ওই ব্র্যান্ডের হয়েই তিনি উপস্থিত থাকবেন চলচ্চিত্র উৎসবে। রেড কার্পেটে দীপিকা কী পরবেন সেটা নিয়ে সকলেরই উৎসাহ থাকবে। মাঝে মধ্যে দীপিকা অবশ্য ফ্যাশন ফঁ পা করে বসেন! কান’এর রেড কার্পেট ফ্যাশনের মক্কা। সেখানে যদি তিনি তেমন কিছু করে বসেন তা হলে মুশকিল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement