‘কিং’ ছবিতে শাহরুখ ও দীপিকার চুম্বনদৃশ্য রয়েছে? ছবি: সংগৃহীত।
শাহরুখ খানের ‘লাকি চার্ম’ দীপিকা পাড়ুকোন। বলিউড বাদশা নিজেই একাধিক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন। ‘কিং’ ছবিতেও অন্যথা হচ্ছে না। শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকাই। একাধিক বার জুটি বাঁধলেও দীপিকাকে কখনও পর্দায় চুম্বন করেননি শাহরুখ। এ বার ‘কিং’ ছবিতে কি দেখা যাবে তাঁদের চুম্বন? সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়া একটি ভিডিয়ো ঘিরে সেই জল্পনা শুরু হয়েছে।
পর্দায় রোমান্সের জন্য জয়জয়কার হয় শাহরুখের। এই ছবিতেও দীপিকার সঙ্গে তাঁর প্রেমের দৃশ্য রয়েছে। একটি গানের সঙ্গে তাঁদের প্রেমের দৃশ্য ভাইরাল হয়েছে। ভিডিয়োয় শাহরুখকে ধূসর রঙের চুলে দেখা যাচ্ছে। অন্য দিকে দীপিকার পরনে সবুজ রঙের শিফন শাড়ি। কখনও আবার তাঁকে লাল রঙের গাউনেও দেখা যাচ্ছে। এর মধ্যেই একটি দৃশ্যে দেখা যাচ্ছে, শাহরুখের ঠোঁটে ঠোঁট রেখেছেন দীপিকা। এই দৃশ্য দেখেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। তবে কি সত্যিই এই ছবিতে শাহরুখ-দীপিকার চুম্বনদৃশ্য দেখা যাবে? জানা যাচ্ছে, যে ভিডিয়ো ছড়িয়েছে তা আসলে ছবির দৃশ্য নয়। এই ভিডিয়ো বানিয়েছেন এক অনুরাগী।
প্রেমের দৃশ্যে বরাবর স্বচ্ছন্দ শাহরুখ। কিন্তু পর্দায় কাজল, রানি মুখোপাধ্যায়-সহ অন্য নায়িকাদের কখনও চুম্বন করেননি তিনি। অবশেষে ২০১২ সালে নিয়ম ভেঙেছিলেন শাহরুখ। ‘যব তক হ্যায় জান’ ছবিতে ক্যাটরিনা কইফকে চুম্বন করেছিলেন তারকা। প্রথম বার পর্দায় চুম্বন নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। ক্যাটরিনার সঙ্গে তাঁর রসায়ন পছন্দ হয়েছিল দর্শকের। এর পরে ‘যব হ্যারি মেট সেজল’ ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গেও একটি চুম্বনদৃশ্য ছিল শাহরুখের।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, সুহানা খানও।