Entertainment News

দীপিকা সেক্সি, কারা বলছেন এ কথা?

ব্রিটেনের সংস্থা ইস্টার্ন আই উইকলি একটি সমীক্ষা চালিয়েছিল। বিষয় ছিল, এশিয়ার সেরা সেক্সিয়েস্ট উওম্যান। সেই সমীক্ষার ফল প্রকাশ হয়েছে সদ্য। আর তাতেই চলতি বছর প্রথম স্থানে রয়েছেন দীপিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৪২
Share:

দীপিকা পাড়ুকোন।

দীপিকা, আপনিই সেরা সেক্সি! হ্যাঁ, এ কথাই প্রকারান্তরে শুনেছেন নায়িকা। কিন্তু কারা বলছেন এ কথা?

Advertisement

সদ্য বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন। তবে বর অর্থাত্ রণবীর সিংহ কিন্তু দীপিকাকে এই কমপ্লিমেন্ট দেননি। বরং এ তকমা দিচ্ছেন বিদেশিরা। আসল ঘটনাটি ঠিক কী?

ব্রিটেনের সংস্থা ‘ইস্টার্ন আই’একটি সমীক্ষা চালিয়েছিল। বিষয় ছিল, এশিয়ার সেক্সিয়েস্ট উওম্যান। সেই সমীক্ষার ফল প্রকাশ হয়েছে সদ্য। আর তাতেই চলতি বছর প্রথম স্থানে রয়েছেন দীপিকা।

Advertisement

দিন কয়েক আগে ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিত্তশালী ভারতীয় অভিনেতাদের তালিকায় স্থান পেয়েছেন দীপিকা। এ বার তাঁর নামের সঙ্গে জুড়ে গেল আরও এক সম্মান।

আরও পড়ুন, দীপিকা-রণবীরের রিসেপশনে কেন গেলেন না রণবীর-আলিয়া?

এই সমীক্ষায় দীপিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তৃতীয় নিয়া শর্মা। এ ছাড়াও মাহিরা খান, আলিয়া ভট্ট, সোনম কপূর, হিনা খান, ক্যাটরিনা কইফের মতো তারকারা রয়েছেন প্রথম দশ জনের মধ্যে।

এই সমীক্ষা যাঁরা চালিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম আসজাদ নাজিরের মতে, ‘‘দীপিকার কেরিয়ারের সাফল্য তো আছেই। তাছাড়া ও অনেক বড় মনের মানুষ। অনেকেরঅনুপ্রেরণা। সেটাই এই সমীক্ষায় ওর প্রথম হওয়ার কারণ।’’

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদেরবিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement