Entertainment News

রণবীরের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে কী বললেন দীপিকা?

তিনি নাকি ‘রণবীর’-এ মজে থাকেন। প্রথমে ছিলেন কপূর আর এখন সিংহ। তফাত্ এটুকুই। দীপিকা পাড়ুকোন সম্পর্কে অন্তত বলি মহলে এমন জল্পনা চলতেই থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, রণবীর সিংহই নাকি এই মুহূর্তে দীপিকার বয়ফ্রেন্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫৬
Share:

তিনি নাকি ‘রণবীর’-এ মজে থাকেন। প্রথমে ছিলেন কপূর আর এখন সিংহ। তফাত্ এটুকুই। দীপিকা পাড়ুকোন সম্পর্কে অন্তত বলি মহলে এমন জল্পনা চলতেই থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, রণবীর সিংহই নাকি এই মুহূর্তে দীপিকার বয়ফ্রেন্ড। যদিও শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে নাকি ইদানিং মনোমালিন্য চলছে নায়িকার। তাঁর হলিউডি সাফল্য নিয়ে নাকি ইগো সমস্যা হচ্ছে এই জুটির মধ্যে।

Advertisement

আরও পড়ুন, কর্ণ কি আদৌ বন্ধু ছিলেন? এত দিনে মুখ খুললেন কাজল

সত্যিই কি তাই? সম্প্রতি এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় দীপিকাকে। নায়িকা প্রশ্নকর্তার দিকে তাকিয়ে হেসে বলেন, ‘‘আপনি আমাকে কী ভাবেন? আপনি আমাকে কী করতে বলেন? আপনি যেটা বলবেন, আমি সেটাই করব।’’

Advertisement

‘রামলীলা’ ছবিতে দীপিকা-রণবীর।

দিন কয়েক আগে ‘কফি উইথ কর্ণ’-এ গিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সেখানে শো-য়ের হোস্ট প্রিয়ঙ্কাকে কথা প্রসঙ্গে বলেন, ‘রাম ইজ স্টিল উইথ লীলা’। ‘রামলীলা’ ছবিতে এক সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা, রণবীর ও দীপিকা। সে প্রসঙ্গ টেনেই এই সম্পর্কের কথা বোঝাতে কর্ণ এ কথা বলেছিলেন বলে ধারণা ইন্ডাস্ট্রির একটা বড় অংশের। কিন্তু ভিন ডিজেলের সঙ্গে ঘনিষ্ঠতা বা ‘ট্রিপল এক্স’-এর সাফল্য সত্যিই কি রণবীর-দীপিকার মধ্যে দূরত্ব তৈরি করেছে? এ প্রশ্নের সরাসরি কোনও উত্তর এখনও দেননি নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement