Deepika Padukone

বারণ সত্ত্বেও প্রকাশ্যে মেয়ের মুখ! ‘অভিভাবকের সিদ্ধান্তকে সম্মান করুন’, পাশে রণবীর-দীপিকার অনুরাগীরা

বার বার বারণ সত্ত্বেও ভাইরাল করে দেওয়া হল রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের মেয়ে দুয়ার মুখ। তা নিয়ে সমাজমাধ্যমের পাতায় সমালোচনার ঝড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৩:৩৭
Share:

দীপিকা-রণবীরের পাশে তাঁদের অনুরাগীরা। ছবি: সংগৃহীত।

প্রথম থেকেই সদ্যোজাত কন্যাকে সাংবাদিক ও বহিরাগতদের ক্যামেরার আড়ালেই রেখেছেন বলিউডের তারকাদম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। নাম প্রকাশের সময় খুদে দুয়ার শুধু ছোট্ট পায়ের ছবি পোস্ট করেছিলেন তাঁরা। আগামী ৮ সেপ্টেম্বর এক বছর পূর্ণ করবে দুয়া। এত দিনে এক বারও মেয়ের মুখ প্রকাশ্যে আনতে চাননি তাঁরা। এমনকি, বার বার অনুরোধ করেছেন, যেন এই গোপনীয়তা রক্ষা করেন ছবিশিকারিরা। কিন্তু এত সাবধানতার পরেও ফাঁস হয়ে গেল খুদের মুখ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (আনন্দবাজার ডট কম সত্যতা যাচাই করেনি), যেখানে দীপিকা-রণবীরের মেয়ের মুখ দেখা যাচ্ছে বলে দাবি। এই ঘটনায় এ বার ক্ষোভ উগরে দিয়েছেন তারকাদম্পতির অনুরাগীরাই।

Advertisement

যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে বসে রয়েছে এক শিশুকন্যা এবং তার মুখ পরিষ্কার বোঝাই যাচ্ছে। অনুরাগীদের দাবি, ওই শিশুকন্যা দীপিকা-রণবীরের মেয়ে। সেই সঙ্গে এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে যে, যিনি মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন তাঁর উপর বেজায় চটেছেন ‘পিকু’র অভিনেত্রী। ভিডিয়ো রেকর্ড করতে বারণ করতেও দেখা যায় নায়িকাকে। তার পরেও সেই ভিডিয়ো পোস্ট করে দেওয়া হয় সমাজমাধ্যমের পাতায় এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তা।

একাধিক নেটাগরিক দুয়াকে প্রথম বার দেখার জন্য উচ্ছ্বসিত হয়ে সেই ভিডিয়ো ভাইরাল করলেও, তারকাদম্পতির পাশে দাঁড়িয়েছেন তাঁদের অনুরাগীদের একটা বড় অংশই। কড়া সমালোচনা করে এক অনুরাগী মন্তব্য করেন, “দয়া করে এই ভিডিয়ো মুছে ফেলুন। কারণ, রণবীর ও দীপিকা দু’জনেই তাঁদের মেয়ের মুখ প্রকাশ করতে বারণ করেছেন।” অন্য এক জন লেখেন, “আমার মনে হয় এটা আপনাদের পোস্ট করা উচিত হয়নি। বিশেষত, যখন মা-বাবা অনুমতি দেননি। তারকাকন্যা হলেও সে অত্যন্ত ছোট এবং এটা অনৈতিক।” অনেকেই পোস্টদাতাকে মনে করিয়ে দিয়েছেন যে, দীপিকা নির্দিষ্ট করে উল্লেখ করেছিলেন যে, তিনি চান না মেয়ের মুখ প্রকাশ্যে আসুক। তা সত্ত্বেও এই পোস্ট ভাইরাল হওয়ায় এক প্রকার ক্ষুব্ধই অনুরাগীরা।

Advertisement

এই প্রসঙ্গে উঠে আসছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গে ঘটা একই ধরনের একটি ঘটনা। ‘বিরুষ্কা’র প্রথম সন্তান ভামিকার ছবিও এ ভাবেই এক দিন ভাইরাল করে দেওয়া হয়। বিভিন্ন সময়ে ওই তারকাদম্পতিকেও বলতে শোনা গিয়েছে যে, ক্যামেরার সামনে এখনই তাঁরা মেয়েকে আনতে চান না। একই পথ অবলম্বন করেন ছেলের ক্ষেত্রেও। সেই সময়ও ভামিকার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভপ্রকাশ করেছিল নেটাগরিকেরা। অনেকেই এ বারও লিখলেন, “প্রথমে ভামিকা আর এখন দুয়া। কেন মানুষ অভিভাবকদের সিদ্ধান্তকে সম্মান জানাতে পারে না?” কোনও কোনও অনুরাগী এখন থেকেই প্রার্থনা করছেন, যেন একই ঘটনা সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের সঙ্গে না ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement