Deepika Padukone

বেঁচে থাকার জন্য রণবীর নয়, কাকে বাছলেন দীপিকা?

নিজেই হাটে হাঁড়ি ভাঙলেন দীপিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৫:২৪
Share:

দীপিকা পাড়ুকোন।

রণবীর সিংহ নন, কেক ছাড়া বাঁচতে পারবেন না দীপিকা পাড়ুকোন। আজ্ঞে হ্যাঁ, ভালবাসার মানুষের থেকেও চকোলেট কেক বেশি প্রিয় ‘বাজিরাও’-এর ‘মস্তানি’র! নিজেই হাটে হাঁড়ি ভাঙলেন দীপিকা।

Advertisement

ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর সেশন করছিলেন অভিনেত্রী। সেখানেই এক অনুরাগী তাঁকে আবদার করেন এমন একটি জিনিসের ছবি পোস্ট করতে যা ছাড়া দীপিকা বাঁচতে পারবেন না। এখানেই বোমাটা ফাটালেন তিনি। সটান এক পিস চকোলেট ব্রাউনির ছবি পোস্ট করে দিলেন নায়িকা।

পর্দায় স্লিম-ট্রিম হয়ে থাকতেই পারেন! তবে বাস্তবে কিন্তু খাবার দেখে লোভ সামলাতে পারেন না দীপিকা। তার উপর চোখের সামনে যদি ডেসার্ট থাকে, তা হলে কেয়া বাত কেয়া বাত! কিন্তু রণবীর কী বলছেন? স্ত্রী যে বেঁচে থাকার রসদ হিসাবে তাঁর ভালবাসার পরিবর্তে খাবারকে বেছে নিল, সে জন্য কি একটুও দুঃখ পাবেন না নায়ক?

Advertisement

দিন কয়েক আগেই রণথম্ভোর থেকে ছুটি কাটিয়ে ফিরলেন দীপিকা। তার আগে শকুন বাত্রার ছবির জন্য উড়ে গিয়েছিলেন গোয়াতে। গত ৫ জানুয়ারি বন্ধু এবং পরিবারকে নিয়ে ৩৫তম জন্মদিন পালন করে আপাতত অবসর যাপনে নায়িকা।

আরও পড়ুন: নতুন বছরে মন্দারমণি গেলেন সোহিনী-অনির্বাণ

কর্ণকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিখ্যাত পরিচালক, উত্তরে না শুনতে হয় তাঁকে​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement