Entertainment News

বিয়ের পর কার মতো হতে চান দীপিকা?

কবে বিয়ে করছেন? রণবীরকেই বিয়ে করছেন কি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ১২:৫৫
Share:

দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

রণবীর সিংহকে কি দীপিকা পাড়ুকোন বিয়ে করছেন? হালফিলে বলিউডে এ নিয়ে বহু চর্চা হয়েছে। রণবীর কখনও বিয়ে নিয়ে ইঙ্গিত দিলেও দীপিকা বরাবরই এ বিষয়ে নিশ্চুপ থেকেছেন। এ বার মুখ খুললেন নায়িকা।

Advertisement

তবে ঠিক বিয়ে নিয়ে কোনও কথা বলেননি তিনি। বরং সম্প্রতি এক সাক্ষাত্কারে জানিয়েছেন, বিয়ের পর নিজের বাবা-মায়ের মতো হতে চান।

দীপিকার কথায়, ‘‘মা আর বাবা আমার কাছে রোল মডেল। যে ভাবে ওঁরা একসঙ্গে পরিবারকে বেঁধে রেখেছেন তা শেখার মতো। বিয়ের পর আমি ওঁদের মতোই করেই থাকতে চাইব।’’

Advertisement

আরও পড়ুন, ‘স্বস্তিকা রেডি ফর ওয়ান নাইট স্ট্যান্ড’?

তবে দীপিকা এবং রণবীরের বিয়ে নিয়ে য়ে তুমুল গসিপ চলছে ইন্ডাস্ট্রিতে, সে বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং জানিয়েছেন, ব্যক্তিগত বিষয় যথাসম্ভব আড়ালেই রাখতে চান তিনি। তবে জল্পনার ওপর যেহেতু তাঁর নিজের কোনও নিয়ন্ত্রণ নেই, তাই তা নিয়ে যুদ্ধ করতে রাজি নন। কিন্তু কবে বিয়ে করছেন? অথবা রণবীরকেই বিয়ে করছেন কিনা তা নিয়ে মুখ খোলেননি নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement