স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী। স্বস্তিকার নাম কখনও গুগ্লে লিখে দেখেছেন?
স্বস্তিকার অনুরাগীরা হয়তো গুগল করেছেন। কিন্তু স্বস্তিকা নিজে কখনও নিজের নাম গুগ্ল করেছেন কি?
এই প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছিলাম, তাঁর কাছে। স্বস্তিকা বললেন, ‘‘নিজেকে গুগ্ল করা অদ্ভুত অভ্যেস। আমি তো আগে কখনও করিনি। করে দেখা যাক, লোকে কি নিয়ে ইন্ডারেস্টেড।’’
স্বস্তিকা গুগ্লে নিজের নাম টাইপ করে দেখলেন, হট সিন, হট অ্যান্ড সেক্সি, সেনসেশনাল সিনস্ নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে। তা দেখে নায়িকা বললেন, ‘‘এত ভাল কাজ করলাম, সেগুলো নিয়ে কারও মাথাব্যথা নেই।এ সব নিয়ে যে লোকে কিউরিয়াস আমি শুনতে পাই।’’
আরও পড়ুন, অর্ডিনারি কিছু করতে চাইব না: স্বস্তিকা
স্বস্তিকার হাইট, ওয়েট, এজ, বয়ফ্রেন্ড নিয়েও দর্শকের কৌতূহল রয়েছে। তা দেখে তিনি বললেন, ‘‘ওয়েট তো নিয়ে এত কিউরিওসিটি কেন? ওয়েট তো ফ্লাকচুয়েট করতেই পারে!’’
তবে সবচেয়ে চমকে গেলেন, ‘স্বস্তিকা রেডি ফর ওয়ান নাইট স্ট্যান্ড’ দেখে। বেশ বিরক্ত হয়ে বললেন, ‘‘এগুলো কারা বানায়, এটা আমি নই।’’
সব মিলিয়ে গুগ্ল করে নিজের সম্পর্কে কী কী দর্শক জানতে চান, তা দেখে বেশ অবাক হলেন স্বস্তিকা। তিনি বললেন, ‘‘সবাই বলে ভাল কাজ করেন, কিন্তু সেটা নিয়ে কারও মাথাব্যথা নেই। কোন ছবিতে কাকে চুমু খেয়েছি, ব্রোকেন রিলেশনশিপ, জোড়়া লাগা রিলেশনশিপ নিয়ে লোকের ইন্টারেস্ট আছে।’’
আদৌ স্বস্তিকা নিজেকে গুগ্ল করে কী কী বললেন, তা জানতে দেখুন এক্সক্লুসিভ ভিডিও।
লোকেশন সৌজন্যে: হোয়াটস্ আপ ক্যাফে।