Advertisement
E-Paper

প্রাথমিকের আওতায় আনা হল পঞ্চম শ্রেণিকে, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর

শিক্ষা দফতরের ব্যাখ্যা, শিক্ষার অধিকার আইন অনুযায়ী পঞ্চম শ্রেণিটি প্রাথমিক স্তরেই থাকার কথা। যদিও রাজ্যের পূর্বতন শিক্ষানীতি অনুযায়ী, পঞ্চম শ্রেণি ছিল মাধ্যমিক স্তরেই। পরবর্তী কালে উচ্চ প্রাথমিকে আলাদা করা হলে পঞ্চম শ্রেণি তার অধীনে চলে আসে

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত ২,৩৩৮টি স্কুল আর থাকছে না উচ্চ প্রাথমিক স্তরে। এই স্কুলগুলির পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্তরের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর।

শিক্ষা দফতরের ব্যাখ্যা, শিক্ষার অধিকার আইন অনুযায়ী পঞ্চম শ্রেণিটি প্রাথমিক স্তরেই থাকার কথা। যদিও রাজ্যের পূর্বতন শিক্ষানীতি অনুযায়ী, পঞ্চম শ্রেণি ছিল মাধ্যমিক স্তরেই। পরবর্তী কালে উচ্চ প্রাথমিকে আলাদা করা হলে পঞ্চম শ্রেণি তার অধীনে চলে আসে। ২০১৯ সাল থেকে ধাপে ধাপে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয় শিক্ষা দফতরের তরফে।

শিক্ষা দফতর সূত্রের খবর, প্রাথমিক ভাবে স্থির হয়েছিল কোনও স্কুলে ছ’টি শ্রেণি কক্ষ থাকলেই সেখানে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু করা যাবে। সেই নিয়মকে শিথিল করা হয়েছে। এখন থেকে পাঁচটি শ্রেণিকক্ষ থাকলে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা যাবে। ২০২০ সাল পর্যন্ত ১৭,৯৯৬টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত ছিল। ২০২৫ সালে ২৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি অন্তর্ভূক্ত হয়েছে। ফের অনুমোদনের জন্য ২৩৩৮টি স্কুলে প্রস্তাব পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাতে সিলমোহর দিল শিক্ষা দফতর।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে পঞ্চম শ্রেণিতে শিক্ষক কম এবং ছাত্র সংখ্যা ২০০ বা তার বেশি, সেই সব স্কুলগুলিকে প্রাথমিকের অধীনে নিয়ে আসা হচ্ছে। এর ফলে প্রাথমিকের শূন্য পদের সংখ্যাও কিছুটা বাড়বে। প্রাথমিকের সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক কর্তা বলেন, “পঞ্চম শ্রেণির এই স্কুলগুলি প্রাথমিকের অধীনে এলে প্রায় ১০০০ থেকে ১২০০ শূন্যপদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।”

শিক্ষার অধিকার আইন অনুযায়ী পঞ্চম শ্রেণিটি প্রাথমিক স্তরেই থাকার কথা। কিন্তু এ রাজ্যে শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণি ছিল মাধ্যমিক স্কুলে। পরবর্তী কালে উচ্চ প্রাথমিক আলাদা করা হলে তা তার অধীনে চলে আসে। ২০১৯ সাল থেকে ধাপে ধাপে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয় শিক্ষা দফতরের তরফে।

শিক্ষা দফতর সূত্রের খবর, প্রাথমিক ভাবে স্থির হয়েছিল কোনও স্কুলে ছ’টি শ্রেণি কক্ষ থাকলেই সেখানে পঞ্চম শ্রেণি পঠনপাঠন চালু করা যাবে। সেই নিয়মকে শিথিল করা হয়েছে। এখন থেকে পাঁচটি শ্রেণিকক্ষ থাকলে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা যাবে।

school WB Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy