Deepika Padukone

ব্যবসায় কোটি কোটি টাকার ক্ষতি দীপিকার! ব্র্যান্ডের আয়ের নিরিখে অন্য অভিনেত্রীদের কী পরিস্থিতি?

শুধু দীপিকারই নয়, বলিউডের একাধিক অভিনেত্রীর নিজস্ব ব্যবসা রয়েছে। তাঁদেরই বা কী অবস্থা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৯:২৪
Share:

দীপিকা ও ক্যাটরিনার ব্যবসা কোথায় দাঁড়িয়ে? ছবি: সংগৃহীত।

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাও রয়েছে দীপিকা পাড়ুকোনের। ত্বক পরিচর্যা সংক্রান্ত ব্র্যান্ডের মালিক তিনি। শুরুর দিকে লাভের মুখ দেখলেও বিগত আর্থিক বছরে দীপিকার ব্র্যান্ডের ক্ষতির পরিমাণই বেশি। দীপিকার এই ‘৮২ডিগ্রি-ই’ ব্র্যান্ডের প্রায় ১২.৩ কোটি টাকা ক্ষতি হয়েছে।

Advertisement

দীপিকার মতো বলিউডের একাধিক অভিনেত্রীর নিজস্ব ব্যবসা রয়েছে। তাঁদেরই কী অবস্থা?

২১.২ কোটি টাকা থেকে ব্র্যান্ডের বার্ষিক আয় এসে দাঁড়িয়েছে ১৪.৭ কোটি টাকায়। চলতি বছরেই ব্র্যান্ডের লাভের কথা মাথায় রেখে খরচ কমানোর পথ বেছে নিয়েছিলেন দীপিকা। পাশাপাশি, বিপণনের দিকটা মজবুত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তেমন কোনও লাভের মুখ দেখেননি দীপিকা। তবে পরবর্তী আর্থিক বছরে কী ভাবে লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি করা যায়, সেই চেষ্টা চালাচ্ছে ব্র্যান্ড।

Advertisement

অন্য দিকে, ক্যাটরিনা কইফের ব্র্যান্ড ‘কে বিউটি’র অনুরাগী অনেকেই। ২০১৯ সালে এই ব্র্যান্ডের সূচনা হয়। প্রসাধনীর এই ব্র্যান্ডের আয় ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। শেষ আর্থিক বছরে ৪৫ শতাংশ লাভ হয়েছে তাঁর ক্যাটরিনাক কে-বিউটির।

ত্বক পরিচর্যার ব্র্যান্ড রয়েছে কৃতি সেননেরও। অভিনেত্রীর ব্র্যান্ড ‘হাইফেন’ মাত্র দু’বছরে ৪০০ কোটি টাকা আয় করে ফেলেছে বলে জানা যায়। ক্রেতাদের থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায় কৃতির ব্র্যান্ড নিয়ে। যার ফলে ক্রেতারা একাধিক বার এই ব্র্যান্ডের পণ্য কিনেছেন।

কেশ পরিচর্যার ব্র্যান্ড ‘অ্যানোম্যালি’র মালিক প্রিয়ঙ্কা চোপড়া। ২০১১ সালে এই ব্র্যান্ড শুরু করেছিলেন প্রিয়ঙ্কা। ২০২৩ সালে এই ব্র্যান্ডের মাধ্যমে বিশেষ নজির গড়েছিলেন অভিনেত্রী। তারকাদের দ্বারা চালিত ব্র্যান্ডগুলির মধ্যে আয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে ছিল ‘অ্যানোম্যালি’। ২০২৪ সালে লেডি গাগার ব্র্যান্ডকেও ছাপিয়ে গিয়েছিল ‘অ্যানোম্যালি’।

অভিনয় থেকে দূরে রয়েছেন অনুষ্কা শর্মা। কিন্তু তাঁর পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ নিয়ে তাঁরও ব্যস্ততা লেগেই রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement