Entertainment News

বাদ ভিকি কৌশল, ‘পদ্মাবতী’ দীপিকার স্বামী হচ্ছেন শাহিদ?

২০১৭-র জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম হলিউড ফিল্ম ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যানডার কেজ’। সেই জন্য এমনিতেই তাঁকে নিয়ে হলিউড থেকে বলিউডে চর্চা চলছেই। একের পর এক সাফল্য আর হলিউড যাত্রার পর অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রেও ইদানীং বেশ খুঁতখুঁতে হয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন৷

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ১১:০৮
Share:

ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করতে রাজি হলেন না দীপিকা।

২০১৭-র জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম হলিউড ফিল্ম ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যানডার কেজ’। সেই জন্য এমনিতেই তাঁকে নিয়ে হলিউড থেকে বলিউডে চর্চা চলছেই। একের পর এক সাফল্য আর হলিউড যাত্রার পর অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রেও ইদানীং বেশ খুঁতখুঁতে হয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন৷ তাই সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’তে অভিনেতা ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করতে রাজি হলেন না তিনি৷
ছবিতে রানি পদ্মাবতীর চরিত্রেই অভিনয় করছেন দীপিকা। পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং এর চরিত্রের জন্য বনশালির পছন্দ ছিল অভিনেতা ভিকি কৌশলকে। কিন্তু বলিউডে গুঞ্জন, দীপিকা নাকি ছবিতে তাঁর স্বামীর চরিত্রে বড় কোনও অভিনেতাকেই চাইছেন৷ কারণ দীপিকার রিয়েল লাইফ প্রেমিক রণবীর ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করবেন এবং তাঁর সঙ্গে ছবিতে দীপিকাকে এক ফ্রেমে বিশেষ দেখা যাবে না৷ বরং পদ্মাবতীর স্বামী চিতৌড়ের রাজার সঙ্গেই তাঁর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা৷ শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির কাজ ছেড়ে দিয়েছেন ভিকি। এ বার অপেক্ষা চিতৌরের রাজার ভূমিকায় রানি পদ্মাবতীর পছন্দ অনুযায়ী কোন বড় তারকাকে নির্বাচন করেন পরিচালক বনশালি! বলিউডে অবশ্য জোড় গুঞ্জন, রতন সিংহের চরিত্রে অভিনয় করছেন শাহিদ কপূর। তবে শাহিদ নিজে এই নিয়ে কোনও মন্তব্যই করেননি।

Advertisement

আরও পড়ুন...
ডনের চরিত্রে অভিনয় করেছেন যে ৮ বলিউড অভিনেতা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement