Entertainment News

দীপিকাকে নিয়ে মুম্বইয়ের বাংলোয় গেলেন রণবীর

এ দিন দীপিকাকে নিয়ে নিজের বাড়িতে যান রণবীর। ক্রিম রঙের সালোয়ার পরেছিলেন দীপিকা। সঙ্গে লাল বেনারসি চাদর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৫:৪৩
Share:

মুম্বইতে রণবীর-দীপিকা। ছবি: টুইটার খেতে গৃহীত।

বিয়ে করে ইতালি থেকে রবিবার মুম্বই ফিরলেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। নবদম্পতিকে ঘিরে বিমানবন্দরে ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু অনুরাগী তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।

Advertisement

এ দিন দীপিকাকে নিয়ে নিজের বাড়িতে যান রণবীর। ক্রিম রঙের সালোয়ার পরেছিলেন দীপিকা। সঙ্গে লাল বেনারসি চাদর। সিঁথি ভর্তি সিঁদুর, চূড়া, সোনার গয়নায় দীপিকাকে যেন নতুন লুকে দেখল ইন্ডাস্ট্রি। রণবীর পরেছিলেন ক্রিম রঙের কুর্তার ওপর লাল বেনারসি প্রিন্টের জ্যাকেট। দু’জনের পোশাকই ডিজাইন করে দিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়।

কোঙ্কনি এবং সিন্ধ্রি প্রথায় বিয়ের পর নিজেরাই অফিশিয়াল ছবি শেয়ার করেছিলেন এই জুটি। কড়া নিরাপত্তায় অতিথিদের ছবি না তুলতে অনুরোধ করেছিলেন তাঁরা। তবুও নিরাপত্তার ফাঁক গলে কিছু ছবি শেয়ার হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, নিজেদের বিয়ের নাকি বিমা করিয়েছেন দীপিকা-রণবীর। এ ঘটনা বলি মহলে অভিনব বলেই মনে করছেন অনেকে।

Advertisement

আরও পড়ুন, দীপিকার বিয়ের আংটির দাম…

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement