Kangana Ranaut

‘জাভেদের কথা শুনে কাঁপছিলাম আমি’, কঙ্গনার সঙ্গে আইনি লড়াইয়ের সূত্রপাত কোথায়?

কঙ্গনার কথায়, “তোমাকে জেল পর্যন্ত টেনে নিয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। তুমি আত্মহত্যা করবে। এই কথাগুলি জাভেদ আখতার বলেছিলেন আমাকে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৬:১৭
Share:

জাভেদ আখতার ও কঙ্গনা রনৌতের আইনি লড়াইয়ের সূত্রপাত কোথায়? ছবি: সংগৃহীত।

২০২০ সালে এক সাক্ষাৎকারে জাভেদ আখতার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা রনৌত। তাঁর কথায়, “জাভেদ আখতার আমাকে তাঁর বাড়িতে ডেকে পাঠান এবং বলেন রাকেশ রোশন এবং ওঁর পরিবার খুব প্রভাবশালী। তুমি যদি ওঁদের কাছে ক্ষমা না চাও তা হলে তোমার কোথাও যাওয়ার জায়গা থাকবে না।”

Advertisement

এখানেই শেষ নয়। কঙ্গনা আরও বলেন, “জাভেদ আমাকে বলেছিলেন, ‘তোমাকে জেল পর্যন্ত টেনে নিয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে তুমি। আত্মহত্যা করতে বাধ্য হবে।’ আমার উপর চিৎকার করেছিলেন লাগাতার, ধমকও দিয়েছিলেন। আমি তো ওঁর ঘরে কাঁপছিলাম বসে বসে।”

কঙ্গনার এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ। তার পর থেকে দু’জনের মধ্যে আইনি লড়াই জারি ছিল। ২০২৪-এর ডিসেম্বরে মধ্যস্থতায় রাজি হন দু’জনেই। অবশেষে শুক্রবার সেই আইনি লড়াইয়ে ইতি টানলেন কঙ্গনা ও জাভেদ।

Advertisement

সমস্যার সূত্রপাত ২০১৬ সালে। খবরের শিরোনামে বার বার উঠে আসছিলেন হৃতিক রোশন ও কঙ্গনা। সেই সময় পরিস্থিতি সামাল দিতে নিজের বাড়িতেই কঙ্গনা ও হৃতিকের মুখোমুখি কথা বলার ব্যবস্থা করেছিলেন জাভেদ। রোশন পরিবারের ঘনিষ্ঠ হওয়ার কারণেই এ বিষয়ে উদ্যোগী হন গীতিকার।

জাভেদ আখতার জানিয়েছেন, কঙ্গনা ক্ষমা চেয়েছেন বলেই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদালতে অভিনেত্রী বলেছিলেন, “আমার কারণে জাভেদ আখতার মহাশয়কে যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। চলচ্চিত্র জগতে তিনি একজন খ্যাতনামী বর্ষীয়ান শিল্পী, তাঁকে আমি শ্রদ্ধা করি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement