Sonakshi Sinha

ভিন্‌ধর্মে বিয়েতে আপত্তি! সোনাক্ষীকে কেন সব সময় ঈর্ষা করেছেন দুই ভাই লব ও কুশ?

সোনাক্ষীর দুই ভাই লব ও কুশের নাকি এই বিয়েতে কোনও সম্মতিই ছিল না। তবে প্রকাশ্যে তাঁরা এই নিয়ে কোনও মন্তব্য করেননি কখনও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, শৈশব থেকেই নাকি দুই ভাই তাঁকে নাকি ঈর্ষা করতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৫:২১
Share:

সোনাক্ষীর প্রতি কেন হিংসে লব-কুশের? ছবি: সংগৃহীত।

গত বছর দীর্ঘ দিনের প্রেমিক জ়াহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী সিন্‌হা। সেই বিয়ে নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, ভিন্‌ধর্মে বিয়ে করায় নাকি পরিবারের সম্মতি ছিল না। বিশেষ করে সোনাক্ষীর দুই ভাই লব ও কুশের নাকি এই বিয়েতে কোনও সম্মতিই ছিল না। তবে প্রকাশ্যে তাঁরা এই নিয়ে কোনও মন্তব্য করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, ছোটবেলা থেকেই দুই ভাই তাঁকে নাকি ঈর্ষা করতেন।

Advertisement

ভাইবোনদের মধ্যে সবচেয়ে ছোট সোনাক্ষী। তাই বাবা-মায়ের থেকে একটু বেশিই ভালবাসা ও আহ্লাদ পেয়েছেন অভিনেত্রী। এই সব দেখে নাকি লব ও কুশের বেশ হিংসে হত। সোনাক্ষী বলেছেন, “পরিবারে আমি সবচেয়ে ছোট। বাড়ির একমাত্র মেয়ে। তাই সবচেয়ে বেশি আহ্লাদ তো আমিই পেয়েছি। এই সব দেখে ভাইদের খুব হিংসে হত। তাই ওরা আমাকে খুব মারত।”

ভাইবোনদের মধ্যে ঝগড়া মারামারি হয়েই থাকে। তিনিও ব্যতিক্রম নন বলেই মনে করেন সোনাক্ষী। তবে বড় হওয়ার পরেও যে সোনাক্ষীর সঙ্গে তাঁর ভাইদের খুব মধুর সম্পর্ক নয়, তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে। অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন কুশ। কিন্তু দেখা যায়নি লবকে। ভিন্‌ধর্মে বিয়ে নিয়েই নাকি পরিবারে বেশ টানাপড়েন চলেছিল বলে শোনা যায়।

Advertisement

গত বছর ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী ও জ়াহির। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইন মেনে বিয়ে করেন দু’জনে। ধর্ম পরিবর্তনও করেননি তাঁরা কেউ। যদিও বিয়ের প্রীতিভোজে ছিল চমক। মুম্বইয়ের বিলাসবহুল রেস্তরাঁর প্রীতিভোজে এসেছিলেন বলিউডের বহু তারকাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement