Poonam Pandey Ramleela

মন্দোদরীর চরিত্র থেকে সরানো হল পূনম পাণ্ডেকে! অতীত কি ছায়া ফেলল কাজের দুনিয়ায়?

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকদের তরফে বলা হয়, “একজন শিল্পীর পরিচয় তাঁর কাজ। অতীত দিয়ে কারও বিচার করা উচিত নয়।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৭
Share:

পূনম পাণ্ডে। ছবি: সংগৃহীত।

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ, মন্দোদরীর চরিত্র থেকে তাই সরলেন পূনম পাণ্ডে? খবর, এমনই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির ‘লব কুশ রামলীলা কমিটি’। এই বছরের রামলীলা উদ্‌যাপনে রাবণের স্ত্রীর চরিত্রে প্রথমে পূনমের অভিনয় করার কথা ছিল। কিন্তু, বেশ কিছু গোষ্ঠীর আপত্তির মুখে সেই সিদ্ধান্ত বদল করা হল।

Advertisement

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকদের তরফে বলা হয়, “একজন শিল্পীর পরিচয় তাঁর কাজ। অতীত দিয়ে কারও বিচার করা উচিত নয়। কিন্তু, সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তাঁরা আরও বলেন, “সমাজে প্রত্যেক নারীর অবদান থাকে। তাঁর অপমান করা উচিত নয়। প্রথমে আমরা মনে করেছিলাম যে, পূনম খুব ভাল মন্দোদরীর চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন। কিন্তু, কিছু গোষ্ঠীর উষ্মাপ্রকাশ দেখে আমাদের পুনর্বিবেচনা করতে হল।”

পূনমকে শিল্পী হিসাবে সম্মান জানিয়েই অন্য অভিনেত্রীকে ওই চরিত্রের জন্য ভেবেছেন তাঁরা। আয়োজকদের মন্তব্য, রামচন্দ্রের কাহিনি ও সমাজে মৈত্রীর বার্তা ছড়িয়ে দেওয়াই তাঁদের উদ্দেশ্য। সেখানে কোনও বিতর্ক তাঁরা চান না। এই ‘লব কুশ রামলীলা’ আয়োজিত ‘রামলীলা’ দেখতে প্রতি বছর দিল্লিতে প্রচুর মানুষের সমাগম হয়। এর আগেও একাধিক চরিত্রে তাঁরা বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীকে এনেছেন। পূনমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দিল্লি বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement