Dev-Subhashree Again Together

দেবের কাছে ফিরেছেন শুভশ্রী! এ বার একসঙ্গে চললেন কালীমন্দিরে? কী মানত তারকা যুগলের?

ছবির স্বার্থে গলেছে বরফ। দীর্ঘ দিন পর পাশপাশি দেখা গিয়েছে দেব-শুভশ্রীকে। এ বার নৈহাটির বড় মায়ের মন্দিরে যাচ্ছেন তাঁরা! শোনা যাচ্ছে টলিপাড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১১:১১
Share:

দেব-শুভশ্রী আবার একসঙ্গে? ছবি: ফেসবুক।

রাত পোহালেই বড়পর্দায় আছড়ে পড়তে চলেছে ‘ধূমকেতু’! বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহু প্রতীক্ষিত ছবি। ১০ বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই কাজ। ট্রেলারমুক্তির দিন একসঙ্গে প্রচারে এসে নাকি ‘ইতিহাস’ গড়ে ফেলেছেন ছবির নায়ক-নায়িকা। বার বার এমনই বলেছেন তাঁদের অনুরাগীরা।

Advertisement

এ বার জানা গেল, ছবিমুক্তির আগে ফের তাঁরা একসঙ্গে হচ্ছেন। বুধবার নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন জুটিতে— ছবির সাফল্য কামনা করে।

দেব-শুভশ্রী এর আগে জানিয়েছিলেন, ছবিমুক্তির আগে আর তাঁরা হয়তো একসঙ্গে জনসমক্ষে না-ও আসতে পারেন। সেই মত কি তা হলে তাঁরা বদলালেন?

Advertisement

জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রযোজক রানা সরকারের সঙ্গে। তিনি বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে রাজি নন। জানিয়েছেন, তাঁর কাছে নাকি নির্দিষ্ট কোনও খবর নেই। তবে, খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি জানিয়েছেন, সত্যিই এ দিন তাঁর নির্বাচনী এলাকায় পা রাখতে চলেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। তবে রাজনৈতিক কারণে নয়, অভিনেতা দেব হিসাবেই তিনি আসবেন, থাকবেন শুভশ্রীও।

এ দিকে খবর ছড়াতেই নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে দুই তারকার অনুরাগীদের মধ্যে। শুভশ্রীর বিধায়ক-পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে বিধায়ক পার্থের ঘনিষ্ঠতার কথা সকলেই জানেন। তাই শুভশ্রী নৈহাটির বিধায়কের কাছে রুপোলি পর্দার নায়িকার পাশাপাশি বন্ধু-পত্নীও। একই ভাবে পার্থ দেব-ঘনিষ্ঠও। তাই তিনি ‘ধূমকেতু’ জুটির জন্য বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছেন, বলেও জানিয়েছেন নৈহাটির বিধায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement