Entertainment News

এই রবিবার ছিল দেবের ‘লাকি সানডে’, কেন জানেন?

রবিবার মানে নিখাদ একটা ছুটির দিন। সাপ্তাহিক আরাম-বিলাস। হ্যাঁ, আম আদমির কাছে হয়তো এটাই রুটিন। কিন্তু একটু অন্য ধাঁচের পেশা হলে এই চেনা ছক মিলবে না। আর সেই মানুষটি যদি হন সেলিব্রিটি, তা হলে তো কথাই নেই!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ১৫:৫৬
Share:

রবিবার মানে নিখাদ একটা ছুটির দিন। সাপ্তাহিক আরাম-বিলাস। হ্যাঁ, আম আদমির কাছে হয়তো এটাই রুটিন। কিন্তু একটু অন্য ধাঁচের পেশা হলে এই চেনা ছক মিলবে না। আর সেই মানুষটি যদি হন সেলিব্রিটি, তা হলে তো কথাই নেই!

Advertisement

ধরা যাক দেবের কথা। অভিনেতার জীবনে কখনওই ছুটি নিয়ম মেনে আসে না। তাই রবিবারেও থেকে যায় কাজের ব্যস্ততা। তার উপর তিনি ব্যস্ত সাংসদও। সে দিকেও মন দিতে হয় বৈকি! কিন্তু, এ হেন ব্যস্ত মানুষের জীবনেও এল খুশির রবিবার। দেবের কথায়, ‘লাকি সানডে’।

আরও পড়ুন, কেন বিয়ে করেননি? মুখ খুলে বিস্ফোরক সুস্মিতা

Advertisement

রবিবার পছন্দের কারও সঙ্গে সময় কাটালেন দেব। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে শেয়ারও করেছেন সে কথা। সেই ‘স্পেশাল ওয়ান’ হল দেবের পোষ্য সারমেয়। নায়কের পোষ্যপ্রেমের কথা সকলেরই জানা। তবে নিখাদ ছুটি বললে হয়তো ভুল বলা হবে বরং গাড়িতে যেতে যেতেই পোষ্যকে সময় দিলেন দেব। 🐶🐕😘 è

রবিবার পছন্দের কারও সঙ্গে সময় কাটালেন দেব। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে শেয়ারও করেছেন সে কথা। সেই ‘স্পেশাল ওয়ান’ হল দেবের পোষ্য সারমেয়। নায়কের পোষ্যপ্রেমের কথা সকলেরই জানা। তবে নিখাদ ছুটি বললে হয়তো ভুল বলা হবে বরং গাড়িতে যেতে যেতেই পোষ্যকে সময় দিলেন দেব। è

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement