Dhanashree Verma

‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’, চহালের তির্যক বার্তায় কি এ বার পাল্টা দিলেন ধনশ্রী?

এ বার ধনশ্রী একটি ইঙ্গিতবাহী পোস্ট করলেন। এই মুহূর্তে তিনি দুবাইয়ে। সেখান থেকেই নিজের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৪:১৩
Share:

চহালকে জবাব দিলেন ধনশ্রী। ছবি: সংগৃহীত।

বিশেষ টি-শার্ট পরে এসে প্রাক্তন স্ত্রীকে খোঁচা দিয়ে বিতর্ক তৈরি করেছেন যুজবেন্দ্র চহাল। টি-শার্টে ছিল তির্যক বার্তা। এ বার কি সেই বার্তার জবাব দিলেন ধনশ্রী বর্মা!

Advertisement

তাঁদের বিবাহবিচ্ছেদ মামলা এখনও বিচারাধীন। গত বৃহস্পতিবার ছিল সেই মামলার শেষ শুনানি। সে দিনই যুজবেন্দ্রের টি-শার্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। টি-শার্টে লেখা ছিল, “নিজেই নিজের সুগার ড্যাডি হও।” প্রাক্তন স্ত্রীর উদ্দেশে বার্তা দিতে চেয়েছিলেন বলে মনে করছেন নেটাগরিকেরা। চহাল হয়তো প্রাক্তন স্ত্রীকে বলতে চেয়েছিলেন, নিজের আর্থিক ব্যবস্থা নিজেই করে নাও।

এ বার ধনশ্রী একটি ইঙ্গিতবহ পোস্ট করলেন। ধনশ্রী এই মুহূর্তে দুবাইয়ে। সেখান থেকেই নিজের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে ধনশ্রী লেখেন, “প্রায় একটা গোটা জীবনের পরে মনে হয় দুবাই এলাম। এখানে বড় হয়েছিলাম। বহু স্মৃতি রয়েছে এখানে। এই শহর এগিয়ে গিয়েছে অনেকটা। এটা দেখেই অদ্ভুত ভাল লাগছে।”

Advertisement

দুবাইয়ে ঠিক কী করছেন ধনশ্রী? অভিনেত্রী লিখেছেন, “সবচেয়ে ভাল লেগেছে এই সুন্দর মন্দিরে যেতে পেরে। কী শান্তি, অথচ কী প্রবল শক্তি এই মন্দিরের। এই মন্দিরই মনে করিয়ে দেয়, এই শহর সমস্ত সংস্কৃতি ও সম্প্রদায়কে কী ভাবে আগলে নিয়েছে।” ধনশ্রী জানিয়েছেন, তিনি জীবনে যতটা এগিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ দুবাইয়ের কাছে।

ধনশ্রী তা হলে সমস্ত কৃতিত্ব দিচ্ছেন দুবাইকে। সুগার ড্যাডি তা হলে কে? প্রশ্ন তুলছেন নেটাগরিক। এই পোস্টের মাধ্যমে কি চহালকেই উত্তর দিতে চাইছেন তিনি। বুঝিয়ে দিতে চাইছেন, তিনি স্বনির্ভর?

ধনশ্রীর পোস্টের মন্তব্য বিভাগে চহাল ভক্তেরা কটাক্ষ করেছেন। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’ মন্তব্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement