এখনও হাইজ্যাকড্ হন ধর্মেন্দ্র!

গাড়ি থেকে নামা মাত্রই ঘটে গেল ব্যাপারটা! বড় ছেলে সানির নতুন ছবির পোস্টার মুক্তি উপলক্ষে গুরুদ্বারে এসেছিলেন ধর্মেন্দ্র। দেখতে দেখতে তাঁকে ঘিরে ফেলল জনাকয়েক লোক! তার পর, ঠেলতে ঠেলতে নিয়ে গেল একটি ঘরে! বুধবারের ঘটনা!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ১২:৪০
Share:

গাড়ি থেকে নামা মাত্রই ঘটে গেল ব্যাপারটা! বড় ছেলে সানির নতুন ছবির পোস্টার মুক্তি উপলক্ষে গুরুদ্বারে এসেছিলেন ধর্মেন্দ্র। দেখতে দেখতে তাঁকে ঘিরে ফেলল জনাকয়েক লোক! তার পর, ঠেলতে ঠেলতে নিয়ে গেল একটি ঘরে! বুধবারের ঘটনা!

Advertisement

তবে, কিডন্যাপাররা ধরম পা-কে আদর-আত্তি ভালই করেছে বলতে হবে! সেটা অস্বীকার করতে পারবেন না নায়ক নিজেও!

আসলে, এই কিডন্যাপাররা প্রত্যেকেই ধর্মেন্দ্রর অন্ধ ভক্ত! যে গুরুদ্বারে এসেছিলেন তিনি, তার এক অংশে তখন চলছিল এক পরিবারের বিয়ের অনুষ্ঠান! সেই পরিবারের লোকজন যখন দেখে, গাড়ি থেকে নামছেন তাঁদের প্রিয় তারকা, তখন তাঁরা আর আনন্দ ধরে রাখতে পারেননি! সোজা তাঁরা চলে যান ধর্মেন্দ্রর কাছে এবং তাঁকে নিয়ে যান বিবাহ মণ্ডপের দিকে!

Advertisement

আপত্তি করেননি ধর্মেন্দ্রও! তিনি না কি বুঝতেই পারেননি যে এঁরা শুটিং দলের কেউ নয়! বিবাহ বাসরে পৌঁছবার পরে যখন বর-কনে তাঁর আশীর্বাদ চায়, তাঁর সঙ্গে সেলফি তোলে, তখন নিজের ভুল বুঝতে পারেন তিনি!

তত ক্ষণে অবশ্য দেরি হয়ে গিয়েছে! বিবাহ বাসর থেকে ভক্তদের আবদার না মিটিয়ে বেরোতে পারেননি তিনি! সে সব শেষ হলে, অনেকটা দেরি করেই ধর্মেন্দ্র পৌঁছন ছবির পোস্টার মুক্তি যেখানে চলছিল, গুরুদ্বারের সেই অংশে!

সুন্দর ভ্রান্তিবিলাস, না বললেই নয়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement