Dhurandhar

মুম্বই বিস্ফোরণের দৃশ্যে উল্লাস! চাপা ক্ষোভ নিয়েও কী ভাবে অভিনয় করলেন? জানালেন ‘ধুরন্ধর’-এর দানিশ

পাকিস্তানের রেহমান বালোচের তুতো ভাই উজ়ের বালোচের চরিত্রে অভিনয় করেছেন দানিশ। মুম্বই বিস্ফোরণের সেই দৃশ্যে উল্লাস করতে দেখা যায় তাঁর চরিত্রকে। কিন্তু আসলে কেমন অনুভূতি ছিল তাঁর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪
Share:

‘ধুরন্ধর’ নিয়ে বললেন দানিশ। ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ ছবি নিয়ে বক্সঅফিস তোলপাড়। ছবিতে পাকিস্তানের গ্যাংস্টারদের বিষয়ের সঙ্গে রয়েছে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বই বিস্ফোরণের প্রসঙ্গ। সেই দৃশ্য খুবই রোমহর্ষক, দাবি করেছেন দর্শকেরা। বিশেষত ওই দৃশ্যে রণবীরের অভিনয় দেখে মুগ্ধ তাঁরা। কেমন ছিল সেই দৃশ্যে অভিনয়ের মুহূর্ত? জানিয়েছেন দানিশ পনডোর।

Advertisement

পাকিস্তানের রেহমান বালোচের তুতো ভাই উজ়ের বালোচের চরিত্রে অভিনয় করেছেন দানিশ। মুম্বই বিস্ফোরণের সেই দৃশ্যে উল্লাস করতে দেখা যায় তাঁর চরিত্রকে। কিন্তু আসলে কেমন অনুভূতি ছিল তাঁর? উত্তরে দানিশ বলেন, “আমি হতবাক হয়ে গিয়েছিলাম। মেজর ইকবাল (আইসিস আধিকারিক) ফোনে সন্ত্রাসবাদীদের সঙ্গে কথা বলছে, এমনই ছিল সেই দৃশ্য। তার পরে মুম্বই বিস্ফোরণের আসল রেকর্ডিং শোনানো হয়, যেখানে জঙ্গিদের পাশাপাশি আটকে পড়া মানুষের কণ্ঠও শোনা যায়। সেই দৃশ্য সত্যিই খুব দুঃখজনক। আমি কল্পনা করতে পারি না, কতটা কষ্টের মধ্যে দিয়ে মানুষকে সে দিন যেতে হয়েছিল।”

দানিশ আরও বলেন, “সত্যি সেই দৃশ্য ভেঙে পড়ার মতোই ছিল। খুব আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। খবরে এই ঘটনা দেখা একরকম। কিন্তু সেই কথোপকথন সরাসরি নিজের কানে শোনার অনুভূতি অন্য রকম। ওই রেকর্ডিং শুনলে বোঝা যায়, কতটা সাংঘাতিক ছিল সেই ঘটনা!” কিন্তু শুটিংয়ের সময়ে সেই আবেগ লুকিয়ে উল্লাস ফুটিয়ে তোলাই ছিল একমাত্র লক্ষ্য। তাই দানিশ বলেছেন, “ওই ঘটনার প্রতি ক্ষোভ সরিয়ে রেখে শুটিংয়ে মন দিতে হয়েছিল। আমার খারাপ লাগছে। কিন্তু আমার চরিত্রের তো অন্য অনুভূতি!”

Advertisement

এই দৃশ্যের সময়ে প্রেক্ষাগৃহে এক অদ্ভুত নীরবতা বজায় থাকছে বলেও জানতে পেরেছেন দানিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement