The Kerala Story

‘লজ্জায় মাথা কাটা যাচ্ছে’, জাতীয় মঞ্চে ‘কেরালা স্টোরি’র সুখ্যাতি! ফুঁসে উঠছেন দিয়া, সোনাক্ষীরা

মুক্তির পর থেকেই দাবি উঠেছে, এই ছবি নাকি ‘প্রোপাগান্ডা’ ছাড়া কিছুই নয়। এই ছবির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও উঠেছে। এ বার প্রশ্ন উঠছে, এই ছবি কী ভাবে জাতীয় মঞ্চে সম্মানিত হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৬:৩৮
Share:

‘কেরালা স্টোরি’ নিয়ে ক্ষোভ দিয়া, সোনাক্ষীর ছবি: সংগৃহীত।

জাতীয় মঞ্চে সম্মানিত হয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। তার পর থেকেই আরও এক বার এই ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মুক্তির পর থেকে অভিযোগ উঠছে, এই ছবি নাকি ‘প্রোপাগান্ডা’ তৈরি করছে। এই ছবির বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ উঠেছে। এ বার প্রশ্ন উঠছে, এই ছবি কী ভাবে জাতীয় মঞ্চে সম্মানিত হল। প্রশ্ন তুলেছেন এক সাংবাদিক। একই প্রশ্ন তুলছেন সোনাক্ষী সিন্‌হা ও দিয়া মির্জ়ার মতো অভিনেত্রীরাও।

Advertisement

পুরস্কারের জুরিদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। জুরিদের মধ্যে ছিলেন আশুতোষ গোয়ারিকরও। ওই সাংবাদিকের মতে, ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে খারাপ ছবি ‘দ্য কেরালা স্টোরি’। তাঁর দাবি, এই ছবিটিকে জাতীয় মঞ্চে সম্মানিত করার ফলে সাংঘাতিক রকমের ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে। তার কারণ, এই ছবিতে ভুল তথ্য তুলে ধরা হয়েছে।

আশুতোষ গোয়ারিকরকেও তোপ দেগেছেন তিনি। সাংবাদিক তাঁর এক সমাজমাধ্যমের পোস্টে লিখেছেন, “যাঁরা ভাল ছবি দেখতে ভালবাসেন, তাঁদের লজ্জায় মাথা কাটা যেতে পারে এই ছবি সম্মানিত হয়েছে দেখে। এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। এই ছবিটা দেখলে বুঝতে পারবেন, কত খারাপ।”

Advertisement

সাংবাদিকের এই পোস্টে সমর্থন জানাতে দেরি করেননি বলিউডের কয়েক জন অভিনেতা। যেমন দিয়া মির্জ়া ও সোনাক্ষী সিন্‌হা সেই পোস্টে গিয়ে করতালির ইমোজি ভাগ করে নিয়েছেন।

উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করে বিতর্কের মুখে পড়েছিলেন অদা শর্মাও। একেবারে প্রথম থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবির তকমা লেগেছে ‘দ্য কেরালা স্টোরি’-র গায়ে। সে প্রসঙ্গে পরিচালক সুদীপ্ত সেন এক সাক্ষাৎকারে বলেছিলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাগিয়ে দিয়ে আমার কৃতিত্বকে ছোট করা যায় না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement