Bollywood Gossip

আলিয়া নাকি ‘সুযোগসন্ধানী’, দর্শকের মন্তব্যে অনন্যার ‘লাইক’, তার পর কী ঘটল?

সম্প্রতি আলিয়া প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতমকে। ‘হক্’ ছবিতে ইয়ামিকে দেখে মুগ্ধ আলিয়া। তার পরেই বিতর্কের সূত্রপাত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮
Share:

এ বার আলিয়া ভট্ট বনাম অনন্যা পাণ্ডে! ছবি: সংগৃহীত।

বলিপাড়ার নায়িকাদের রেষারেষি এবং ঝামেলার কথা নতুন নয়। এ বার নাকি ঝামেলায় জড়িয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট এবং অনন্যা পাণ্ডে। সম্প্রতি আলিয়া প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতমকে। ‘হক্’ ছবিতে ইয়ামিকে দেখে মুগ্ধ আলিয়া। তার পরেই বিতর্কের সূত্রপাত।

Advertisement

আলিয়ার সেই পোস্ট ঘিরেই নানা জনের নানা মন্তব্য। দর্শকের একাংশ আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ও বলেছেন। আলিয়াকে কেন্দ্র করে লেখা এমনই একটি নেতিবাচক মন্তব্যে ‘লাইক’ দিয়েছেন অনন্যা। সেখান থেকেই ছড়িয়ে পড়েছে এই আলোচনা। একজন লিখেছেন, “অনন্যা আর আলিয়ার মধ্যে সম্পর্ক যে ভাল নেই এটাই তার প্রমাণ।” আবার এক আলিয়াভক্ত লিখেছে, “অনন্যা নিজেই তো সুযোগসন্ধানী, সুতরাং সে আবার আলিয়ার মতো শিল্পীকে নিয়ে কথা বলবেন কী ভাবে?”

যদিও এ প্রসঙ্গে আলিয়া বা অনন্যার টিমের তরফে কেউ কোনও মন্তব্য করেননি। তবে কিছু দিন আগেও অনন্যাকে আলিয়ার সঙ্গে তুলনা করা হত। শেষ কিছু ছবিতে অনন্যার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। তার পরেই অনেকে বলছিলেন, অনন্যাই হলেন পরবর্তী আলিয়া। সেই তুলনার পরেই কি তাঁদের মধ্যে নতুন কোনও বিবাদ জন্ম নিয়েছে ? দুই নায়িকাই নিশ্চুপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement