Chirodini Tumi Je Amar

অপর্ণা-রাজলক্ষ্মীর সমীকরণ নিয়ে আলোচনা, নিজের চরিত্র নিয়ে কী ব্যাখ্যা দিলেন অভিনেত্রী অনিন্দিতা?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্র নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। এই মুহূর্তে শাশুড়ি হিসাবেও দর্শকের বিপুল ভালবাসা পাচ্ছেন অভিনেত্রী অনিন্দিতা কপিলেশ্বরী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯
Share:

ছোটপর্দায় চরিত্র, শিরিনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কী বললেন অনিন্দিতা? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী অনিন্দিতা সাহা কপিলেশ্বরী এখন ছোটপর্দার রাজলক্ষ্মী, যার হাঁটাচলা, কথাবার্তায় সাবেকিয়ানা ধরা পড়ে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্র নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। এই মুহূর্তে শাশুড়ি হিসাবেও দর্শকের বিপুল ভালবাসা পাচ্ছেন তিনি। বহু ধারাবাহিকে অভিনয় করলেও এই চরিত্রের জন্য অনেক বেশি আলোচনায় তিনি। কেমন অনুভূতি?

Advertisement

অনিন্দিতা বললেন, “এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করেছি। মানুষ দেখেছেন। কিন্তু আমাকে নিয়ে এত আলোচনা হয়নি। আর এমনিতেই আমাদের ধারাবাহিক টক অফ দ্য টাউন।” অনেক ধারাবাহিকে একটি চরিত্র প্রথমে এক ভাবে শুরু হয়। তার পরে অনেক সময়ে গল্প অনুযায়ী চরিত্র বদলে যায়। এ ক্ষেত্রে বরং উল্টোটা হয়েছে। অনিন্দিতা বলেন, “একদমই তাই। আস্তে আস্তে আমার চরিত্রটা তৈরি হয়েছে। আমিও দিনে দিনে একাত্মবোধ করছি। নিজের মধ্যেও কিছু পরিবর্তন তো এসেছে। বলা যেতে পারে আমার অভিনয়জীবনের এক অন্য সময় বলা যেতে পারে।”

এই মুহূর্তে দেখানো হচ্ছে, বাড়ির বড় বৌমা এবং ছোট বৌমার সঙ্গে শাশুড়ির রসায়ন। এক দিকে যেমন নতুন বড় বৌমা রাজলক্ষ্মীর চোখের মণি, তেমনই ছোট বৌমার সঙ্গে নরম-গরম সম্পর্ক তাঁর। বাস্তবে তাঁদের সম্পর্ক কেমন? বড় বৌমার চরিত্রে দেখা যাচ্ছে শিরিন পালকে। আর ছোট বৌমা হচ্ছেন দীর্ঘই পাল। অনিন্দিতা বলেন, “অভিনয় করতে করতে ওরা যেন আমার সন্তানসমই হয়ে গিয়েছে। আমার মেয়েকে কাছে পাই না। বাইরে পড়াশোনা করছে। তাই ওদের নিজের মেয়ের মতোই ভাবি। একসঙ্গে আড্ডা দিই। ভুল করলে বকিও। তাই আরও ভাল লাগছে কাজটা করতে।” আগামী দিনে কি রাজলক্ষ্মীকে এমন ইতিবাচক ভাবেই দেখা যাবে? সেই উত্তর দেওয়া খুব কঠিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement