Last Rites Of Singer

‘প্রশান্তের মৃত্যু স্বাভাবিক’, স্বামীকে চিরবিদায় জানিয়ে মৃত্যুপ্রসঙ্গে মুখ খুললেন গীতা

মায়ের পাশে ছলছল চোখে ছোট্ট আরিয়াহ! জ়ুবিনের স্মৃতি উস্কে নিজের শহরে ফিরলেন নিথর প্রশান্ত তামাং।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯
Share:

অন্তিমশয্যায় গায়ক-অভিনেতা প্রশান্ত তামাং। ছবি: সংগৃহীত।

একজন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই শেষ। অন্য জনের অনুষ্ঠান শেষের পর। অদ্ভুত সমাপতন দুই গায়ক-অভিনেতার জীবনের। জ়ুবিন গার্গ মালয়েশিয়ায় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চিরতরে হারিয়ে গেলেন। প্রশান্ত তামাং চিরবিদায় নিলেন অরুণাচল প্রদেশে গানের অনুষ্ঠানের পর।

Advertisement

স্বামীর মৃত্যুশোকে কাতর স্ত্রী গীতা থাপা। শোক নিয়েই প্রশান্তের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, “আমার স্বামীর মৃত্যু স্বাভাবিক। ঘুমের মধ্যেই চলে গিয়েছেন প্রশান্ত। সেই সময়ে আমি তাঁর পাশে ছিলাম।”

মাত্র তেতাল্লিশ বছর বয়স! আধুনিক সমাজ বলে, এই বয়স থেকেই তো জীবন শুরু। সেই বয়সে চিরবিদায় নিলেন গায়ক-অভিনেতা প্রশান্ত।

Advertisement

নেপালি গায়কের মৃত্যু, তাঁর অন্তিমযাত্রা— বারবার মনে করিয়েছে অসমিয়া গায়ক জ়ুবিনকে। জীবনের শেষ অঙ্কে কী ভীষণ মিল দুই গায়কের! দু’জনেরই মৃত্যু পরবাসে। দু’জনেই নিজেদের শহরে ফিরেছেন কফিনবন্দি হয়ে। দুই গায়কের অন্তিমযাত্রায় শামিল অগণিত অনুরাগী। দু’জনেরই শেষকৃত্য সম্পন্ন নিজের শহরে।

রবিবার মৃত্যু হয় প্রশান্তের। সোমবার বিশেষ বিমানে তাঁর দেহ পৌঁছোয় বাগডোগরা বিমানবন্দরে। শবশকটে চেপে প্রশান্ত তখন দার্জিলিংয়ের পথে। পথের দু’ধারে উপচে পড়া ভিড়। প্ল্যাকার্ড হাতে অনুরাগীরা চোখের জল ফেলছেন। শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীর দেহ আগলে ছিলেন পেশায় বিমানসেবিকা গীতা। মায়ের পাশে ছলছল চোখে ছোট্ট আরিয়াহ! মাত্র চার বছর বয়সে ‘পিতৃহারা’ একরত্তি কন্যা। শেষকৃত্যের আগে প্রশান্তের মরদেহ রাখা হয়েছিল অনুরাগীদের জন্য। উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান অনিত থাপা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement