সেক্স ডিটারমিনেশন টেস্ট করালেন সইফ-করিনা?

গর্ভস্থ ভ্রুণের নাকি সেক্স ডিটারমিনেটশন টেস্ট করিয়েছেন করিনা কপূর খান! বি-টাউনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। যদিও তা গুজব না সত্যি, তা নিয়ে মুখ খোলেননি সইফ-করিনা কেউই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ১৩:২৮
Share:

একটি ফটোশুটে সইফ-করিনা।— ফাইল চিত্র।

গর্ভস্থ ভ্রুণের নাকি সেক্স ডিটারমিনেটশন টেস্ট করিয়েছেন করিনা কপূর খান! বি-টাউনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। যদিও তা গুজব না সত্যি, তা নিয়ে মুখ খোলেননি সইফ-করিনা কেউই।

Advertisement

বিষয়টা ঠিক কী?

বলি পাড়ার জোর খবর, প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পরই মার্কিন মুলুকে দীর্ঘ ছুটি কাটাতে গিয়েছিলেন সইফ-করিনা। সেখানেই সেক্স ডিটারমিনেটশন টেস্ট করিয়েছেন বেগমসাহেবা। আর চিকিত্সকরা নাকি বলেছেন, তাঁর ছেলে হবে! ছুটি থেকে দেশে ফেরার পর করিনার প্রেগন্যান্সির খবর অফিসিয়ালি জানিয়েছিলেন সইফ। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান হবে।

Advertisement

আরও পড়ুন, সইফ-করিনার পোস্ট বেবি প্ল্যান জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement