Samantha Ruth Prabhu Naga Chaitanya

বিয়ে ভাঙতেই কাজ পাচ্ছেন না সামান্থা! ‘তারকা’ নাগের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর বন্ধুর

২০১৭ সালে চোখধাঁধানো আয়োজনে বিয়ে সারেন তেলুগু ইন্ডাস্ট্রির চর্চিত জুটি নাগ চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। যদিও ২০২১ সালে সেই সম্পর্ক ভাঙে। প্রায়ই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৫
Share:

লক্ষ্মীর সঙ্গে সামান্থা। ছবি: সংগৃহীত।

প্রেম-বিয়ে-বিচ্ছেদ। বিগত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগ চৈতন্যের ব্যক্তিগত জীবন। সামান্থার সঙ্গে বিয়ে ভাঙার পর শোভিতা ধুলিপালাকে নিয়ে নতুন করে সংসার পেতেছেন নাগ। এ বার শোনা যাচ্ছে, নাগের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নাকি দক্ষিণী ছবিতে খুব একটা কাজ পাচ্ছেন না সামান্থা!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ও প্রযোজক লক্ষ্মী মানচু মন্তব্য করেন, তেলুগু ইন্ডাস্ট্রির এক তারকার প্রাক্তন স্ত্রী বিয়ে ভাঙার পর থেকে কাজ পাচ্ছেন না। যদিও সরাসরি কোনও নাম নেননি লক্ষ্মী। কিন্তু, অনুরাগীদের দাবি, তিনি প্রিয় বন্ধু সামান্থার কথাই বুঝিয়েছেন। ‘দক্ষ: এ ডেডলি কন্সপিরেসি’ ছবির প্রচারে এসে লক্ষ্মী বলেন, পুরুষদের থেকে এই সমাজে মহিলাদের অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “এক মহাতারকার প্রাক্তন স্ত্রী আছেন, যিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। বিবাহবিচ্ছেদের পর এমন ছবিও ওই অভিনেত্রীর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে যেগুলির প্রস্তাব একসময় তাঁকেই দেওয়া হয়েছিল।” লক্ষ্মীর দাবি, ওই তারকা রাগ করতে পারেন, সেই আশঙ্কার কথা জানিয়েই তাঁর প্রাক্তন স্ত্রীকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। “ভাল কাজ করার অপেক্ষায় এখন সেই অভিনেত্রী, এবং আমার তাঁর নাম আলাদা করে উল্লেখের প্রয়োজন নেই,” বলেন লক্ষ্মী।

সামান্থার সঙ্গে খুব ভাল সম্পর্ক লক্ষ্মীর। তা হলে কি বন্ধুর কথাই বললেন তিনি? সরাসরি প্রশ্ন করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা। উত্তরে লক্ষ্মী বলেন, “আপনাদের মনে হচ্ছে সামান্থার কথা বলছি। যদিও একজন নয়, পাঁচ-ছয় জন তারকার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং আমি ওঁদের সকলেরই ঘনিষ্ঠ। কিন্তু আমার বক্তব্য, কোনও পুরুষকে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে না। অথচ একজন মহিলার উপর বিয়ের পর সন্তান-শ্বশুরবাড়ি, অজস্র দায়িত্ব এসে পড়ে। আমাদের কেউ স্বাধীনতা দেয় না, আমাদের আদায় করতে হয়।”

Advertisement

বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৭ সালে সামান্থা ও নাগের বিয়ে হয়। মাত্র ৪ বছরের মাথায় সেই সংসার ভাঙে। গত বছর, শোভিতার সঙ্গে বিয়ে হয় নাগের। শোনা যাচ্ছে, রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে রয়েছেন সামান্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement