পরেশ রাওয়াল, অক্ষয়কুমার জুটি অটুট? ছবি: সংগৃহীত।
‘হেরাফেরি ৩’-এ ‘বাবু রাও’ থাকবেন না, এ খবর শোনার পর থেকে যাঁদের মনখারাপ তাঁদের জন্য সুখবর। চেনা চরিত্রেই ফিরতে চলেছেন পরেশ রাওয়াল। গত মাসে তিনি ঘোষণা করেছিলেন, ‘বাবু রাও’-এর তকমা গা থেকে সরাতে চান। সপ্তাহের প্রথম দিনে তিনিই জানান, ফিরছেন তিনি। অর্থাৎ, ছবির তৃতীয় কিস্তিতেও ‘বাবু রাও’ থাকছেন। পরেশের এক ঘোষণাতেই উৎফুল্ল অনুরাগীরা। সমস্যার সমাধান হওয়ায় স্বস্তির শ্বাস নিয়েছেন প্রযোজকেরাও।
কেন ‘হেরাফেরি ৩’-এ থাকতে চাইছিলেন না পরেশ? তিনি, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি যেখানে ছবির তিন স্তম্ভ। সে সময়ে বর্ষীয়ান অভিনেতার যুক্তি ছিল, “একটা সময়ের পর সব ছবিতে ‘হ্যাঁ’ বলতে নেই। অভিনীত জনপ্রিয় চরিত্রগুলোও বার বার করতে নেই। এতে দর্শক বেশি দিন মনে রাখবে।” তাঁর নাকি এ-ও মনে হয়েছিল, ‘বাবু রাও’ চরিত্রে তাঁর আর নতুন কিছু দেওয়ার নেই। আবার এই একটি চরিত্র তাঁর পরিচয় হয়ে উঠবে, সেটাও চান না। তাই ‘হেরাফেরি ৩’ থেকে বিদায় নিতে চেয়েছিলেন।
প্রত্যাবর্তনের খবর জানিয়ে সেই পরেশই বলছেন, “এই ধরনের ছবিতে অভিনয় করা প্রত্যেকের ক্ষেত্রেই অনেক দায়িত্বের। জনপ্রিয়তা ধরে রাখতে গেলে প্রত্যেককে একত্রিত হয়ে কাজ করতে হবে।” তিনি নাকি পারস্পরিক বোঝাপড়ার অভাবও বোধ করছিলেন। এই কারণে ‘না’ বলতে হয়েছিল পরেশকে। সেই সমস্যা আপাতত মিটে গিয়েছে। ফলে, পরেশও রাজি।
অভিনয়ে অনিচ্ছা প্রকাশ করার পর কম জলঘোলা হয়নি। ছবির সহ-প্রযোজক অক্ষয়কুমার পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন। তাঁর যুক্তি, পরেশ ছবিটি মাঝপথে ছেড়ে দিয়েছেন। যদিও এই কারণ সঠিক নয়। ছবির শুটিং শুরুই হয়নি। অন্য দিকে, চুক্তি বাবদ দেয় ১১ লক্ষ টাকা সঙ্গে সঙ্গেই ফেরত দিয়েছিলেন অভিনেতা। দাবি ছিল পরেশের।