Ranveer Allahbadia controversy

সঙ্গম মন্তব্যে বিতর্ক, পরিবার প্রসঙ্গ তুলে প্রিয়ঙ্কা চোপড়ার ধমক খেয়েছিলেন রণবীর?

বছর খানেক আগে পরিবারের প্রসঙ্গ তুলতেই প্রিয়ঙ্কা চোপড়ার কাছে ধমক খেয়েছিলেন রণবীর! কিন্তু কী এমন কথা বলেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরীকে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩০
Share:

রণবীর কেন ধমক খেয়েছিলেন প্রিয়ঙ্কার কাছে? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চোখের পলক পড়ার আগে অনুসরণকারী হারাচ্ছেন রণবীর ইলহাবাদিয়া। ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ইউটিউবারের বিরুদ্ধে। একটি কমেডি শোয়ে নিজের হাস্যরস প্রমাণ করতে গিয়ে বাবা-মায়ের সঙ্গম দেখতে চাওয়ার মতো মন্তব্য করে বসেন। তবে এই প্রথম নয়। বছর খানেক আগে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে কথোপকথনের সময় পরিবার প্রসঙ্গ তুলে অভিনেত্রীর কাছে জোর ধমক খেয়েছিলেন রণবীর! কিন্তু কী এমন তিনি বলেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরীকে?

Advertisement

প্রিয়ঙ্কা নিজে পরিবারের সদস্যদের নিয়ে থাকতে ভালবাসেন। সদ্য ভাইয়ের বিয়েতে শ্বশুর, শাশুড়ি-সহ উপস্থিত হয়েছিলেন। আবার কখনও ভ্রাতৃবধূর পোশাক ঠিক করতে দেখা গিয়েছে তাঁকে, কখনও দেখা গিয়েছে বরযাত্রীদের সঙ্গে নাচতে— এক কথায় প্রিয়ঙ্কা যেন পাশের বাড়ির মেয়ে। বছর দেড়েক আগে যখন রণবীরের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন প্রিয়ঙ্কা, তখন তাঁকে জিজ্ঞেস করা হয় আপনি কি পারিবারিক অনুষ্ঠানে এখনও যেতে পারেন, এমন খ্যাতির পরও কি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন?

এতেই খানিক বিরক্ত হন প্রিয়ঙ্কা। খানিক বিরক্তির সুরে অভিনেত্রী বলেন, ‘‘তুমি কি বলতে চাইছো আমি খ্যাতি পেয়েছি বলে ভাইয়ের বিয়েতে নাচবো না! পরিবার সবার আগে। খ্যাতিটা আমার কাজের অংশ। আমি কাজ করি জীবনে বেঁচে থাকার জন্য। আর তার সঙ্গে হাত ধরাধরি করে আসে নাম-যশ। টিভি পর্দায় কিংবা বিলবোর্ডে যতই তোমার মুখ থাকুক না কেন, এগুলি ছাড়াও বেশ কিছু মানুষ রয়েছেন জীবনে সেটা ভুললে চলবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement