সলমন খান প্রযোজিত যে ছবিতে অক্ষয়কুমারের প্রধান চরিত্র করার কথা সেখানে দিলজিৎ দোসাঞ্জ আছেন বলেও শোনা যাচ্ছিল। তবে অভিনেতা নিজেই সে খবর উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ‘‘ওটা অনেক বড় প্রজেক্ট। সেখানে আমি কী করে কাজ করতে পারি!’’ কথা শুনে মনে হচ্ছে, দিলজিৎ খানিকটা অভিমানী। তবে ‘উড়তা পঞ্জাব’, ‘ফিল্লৌরী’-তে কাজ করার পর পঞ্জাবের এই অভিনেতা বলিউ়ডেও ক্রমশ জনপ্রিয় হচ্ছেন।