দিলওয়ালে দিওয়ালি ‘হাফ লুক’

পোস্টারে শাহরুখ, কাজল, বরুণ, কৃতী চার জনকেই দেখা যাচ্ছে। তবে সকলেই ব্লাইন্ডফোল্ড। মুখে ফুটে রয়েছে হাসি। আধা মুখ ঢাকা এই দুষ্টুমির জন্যই এটা হাফ পোস্টার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৫ ১১:৩৮
Share:

আগামী কাল ছবির ট্রেলর মুক্তি। তার আগে দিলওয়ালে বাজ ধরে রাখতে ফের এক বার অভিনব কায়দায় প্রচারে নামল টিম ডি। প্রতি বছরের মতো এ বার শাহরুখের ছবি মুক্তি দিওয়ালিতে পাচ্ছে না। ডিসেম্বরে ছবির মুক্তি। দিওয়ালিতে শুধুই ট্রেলর। কিন্তু তা বলে কি আর হাত গুটিয়ে বসে থাকতে পারেন বলি বাদশা? দিওয়ালি বলে কথা! টুইটারে তাই আজ ছবির নতুন পোস্টার। তবে গোটা নয়। হাফ!

Advertisement

পোস্টারে শাহরুখ, কাজল, বরুণ, কৃতী চার জনকেই দেখা যাচ্ছে। তবে সকলেই ব্লাইন্ডফোল্ড। মুখে ফুটে রয়েছে হাসি। আধা মুখ ঢাকা এই দুষ্টুমির জন্যই এটা হাফ পোস্টার।

কিন্তু মুখ ঢাকা কেন? তার উত্তরও টুইটারে দিয়েছেন শাহরুখ। লিখেছেন, ‘‘আমাদের পরিচালক রোহিত পুরো ফার্স্ট লুক-এর অনুমতি দেননি। তাই ‘হাফ লুক’ দেখিয়ে ওঁকে চমকে দিতে চাই আমরা।’’ বাদশার টুইট শেয়ার করেছেন বাকি তিন জন।

Advertisement

আইস ব্লু হার্ট ডি, দিলওয়ালে মোশন পোস্টার

রোহিত শেঠির হাত ধরে ২০ বছর পর পর্দায় ফিরছেন দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র রাজ-সিমরন জুটি। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দিলওয়ালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement