দেখুন ‘দিলওয়ালে’-র মোশন পোস্টার

প্রথমে মুক্তি পেয়েছিল ‘D’ দিয়ে অনেকগুলো পোস্টার। তার পরে দেখা গেল ছবির ট্রেলার। আর, এ বার টিম ‘দিলওয়ালে’-র তরফ থেকে মুক্তি পেল ছবির মোশন পোস্টার। কী দেখা যাচ্ছে সেই পোস্টারে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ১১:৩০
Share:

প্রথমে মুক্তি পেয়েছিল ‘D’ দিয়ে অনেকগুলো পোস্টার। তার পরে দেখা গেল ছবির ট্রেলার। আর, এ বার টিম ‘দিলওয়ালে’-র তরফ থেকে মুক্তি পেল ছবির মোশন পোস্টার। কী দেখা যাচ্ছে সেই পোস্টারে?

Advertisement

দেখা যাচ্ছে একটা নীল রঙের বেশ বড়সড় চেয়ার। একদম একটা গাড়ির মতো দেখতে সেটাকে। সেই চেয়ারে বসে প্রথমে দেখা যায় শাহরুখ খানকে। তার পর একে একে দেখা যায় কাজল, বরুণ ধবন আর কৃতী সাননকেও। ব্যস, এই আর কী!

আসলে মোশন পোস্টার তো মানে তো কতগুলো ছবি চোখের সামনে দিয়ে চলে যাওয়া! কাজেই, এর চেয়ে বেশি কিছু দেখা যাবে, এটা আশা করাও অন্যায়!

Advertisement

তা ছাড়া, আর তো মোটে মাস খানেকের অপেক্ষা! তার পরেই তো মুক্তি পাচ্ছে ‘দিলওয়ালে’। তখন প্রাণ ভরে ছবিটা দেখলেই হল!

আপাতত, চোখ রাখুন নীচের এই চলন্ত পোস্টারে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement