দীপিকা কক্কর। ছবি: সংগৃহীত।
যকৃতে ক্যানসারের চিকিৎসার পরে নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার দীপিকা কক্কর। চুল ঝরে প়ড়ার প্রবণতা বেড়েছে তাঁর। ফলে মানসিক অবসাদ ঘিরে ধরেছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে। সম্প্রতি দীপিকা জানান, তাঁর লিভারের বেশ কিছুটা অংশ বাদ পড়েছে। দীপিকার সাম্প্রতিক পরীক্ষার রিপোর্টে খারাপ কিছু না থাকলেও, একটা ভয় নিয়ে বেঁচে আছেন দীপিকা।
প্রতিটা সকাল যেন এখন অন্যরকম দীপিকার কাছে। কখনও থাইরয়েডের সমস্যা, কখনও হরমোনের তারতম্যের কারণে নানাবিধ বদল দেখা দিচ্ছে তাঁর শরীরে। কখনও ত্বক শুষ্ক হয়ে ফেটে যাচ্ছে, কখনও আবার নাকের চামড়া খসখসে মনে হচ্ছে তাঁর। দীপিকা কোনও কোনও দিন মনে করেন খুব ভাল আছেন, আগামিদিনগুলোও ভাল থাকবেন। কিন্তু কোনও কোনও দিন ভেঙে পড়েন তিনি। দীপিকার কথায়, ‘‘প্রতিটা দিন যেন নতুন আমার কাছে। সকালে উঠে ভাবি, যা-ই হয়ে যাক, এগিয়ে যেতে হবে। খুব ছোট ছোট বিষয়ে মন খারাপ হচ্ছে। যদিও আমার রিপোর্টগুলোতে ভয়ের কিছু নেই। তবু একটা ভয় ধরে গিয়েছে মনে। সব ঠিক থাকলেও ভয় পাচ্ছি।’’ যদিও দীপিকা এও জানান, তিনি হেরে যাওয়ার পাত্রী নন। তিনি জানেন, জীবনে থমকে গেলে হবে না, বরং এগিয়ে যেতে হবে। দীপিকা দৃঢ়প্রতিজ্ঞ, পরিস্থিতি যা-ই হোক, তিনি জয়ী হবেন।