Dipika kakar Health Update

কুৎসিত দেখাক, সমস্যা নেই! ছেলের জন্য সুস্থ হতে চাই, কেন বললেন ক্যানসার-আক্রান্ত দীপিকা?

চিকিৎসার জন্য অনেক দিন শিশুসন্তানকে ছেড়ে থাকতে হয়েছে তাঁকে। সেই কষ্ট ভুলতে পারেননি অভিনেত্রী। নিজেকে তাই সুস্থ দেখতে চান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৪:০০
Share:

ক্রমশ সুস্থ হচ্ছেন দীপিকা কক্কর। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী তিনি। ওজন বেড়ে যাওয়া তাই তাঁর পক্ষে সুখকর নয়। ছোটপর্দার জয়প্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর এ সব দিকে এখন মাথা ঘামাতেই রাজি নন! একটাই লক্ষ্য তাঁর, একমাত্র শিশুসন্তানের জন্য যেনতেনপ্রকারেণ সুস্থ হতে হবে তাঁকে।

Advertisement

অভিনেত্রীর নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রতি যোগ দিয়েছিলেন আর এক অভিনেত্রী রশ্মি দেশাই। একান্ত আলাপচারিতায় উঠে এসেছে দীপিকার ব্যক্তিগত জীবন। ক্যানসারে আক্রান্ত হওয়া, তার সঙ্গে প্রতিনিয়ত লড়াইয়ের কথা। তখনই হিন্দি ধারাবাহিক ‘শ্বশুরাল সিমরন কা’-খ্যাত অভিনেত্রী জানান, চিকিৎসার কারণে তাঁর চুল ঝরে গিয়েছে। ওজন বাড়ছে দ্রুত। তাঁর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বাহ্যিক সৌন্দর্য নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না।

দীপিকার কথায়, “প্রথম যখন জানলাম, আমার ক্যানসার হয়েছে, চোখের সামনে ছেলের মুখ ভেসে উঠেছিল। যখন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে যাচ্ছি, সেই প্রথম ছেলেকে সঙ্গে নিতে পারিনি। মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। এক বছরের শিশু মাকে না পেয়ে অঝোরে কাঁদছে। সে দিন কষ্টে বুক ফেটে গিয়েছিল।” একা দীপিকা নন, তাঁর স্বামী শোয়েব ইব্রাহিমও সে সময় ভেঙে পড়েছিলেন। পরে দু’জনে ঠিক করেন, যে রোগই শরীরে বাসা বাঁধুক, সুস্থ হতে হবে অভিনেত্রীকে। আপাতত এই লক্ষ্য নিয়েই দীপিকা এগিয়ে চলেছেন। তাঁর পাশে পরিবারের সব সদস্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement