Dipika Kakar

‘দীপিকার জন্য প্রার্থনা করুন’, হঠাৎ কেন এমন বললেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রীর স্বামী শোয়েব?

ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা। তাঁর এখনও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সেগুলি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করতে পারছেন না চিকিৎসকেরা। এর মাঝেই শোয়েব জানান, আপনারা সকলে দীপিকার জন্য প্রার্থনা করুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৩:১১
Share:

দীপিকার জন্য প্রার্থনা করার অনুরোধ শোয়েবের। ছবি: সংগৃহীত।

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা কক্কর ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। যকৃতে টিউমার হয়েছে দীপিকার, সবচেয়ে বড় চিন্তার বিষয়, সেই টিউমারে ক্যানসারের জীবাণু। দিন কয়েক আগেই দীপিকার স্বামী শোয়েব জানিয়েছিলেন তাঁর চিকিৎসা শুরু করা যাচ্ছে না। এ দিকে দীপিকার যকৃতের বাঁ দিকে যে টিউমারটি ধরা পড়েছিল তা যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু অস্ত্রোপচারে দেরি হচ্ছে। চিকিৎসকেরা এখনও তেমন কিছুই করে উঠতে পারেননি। কারণ, এখনও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সেগুলি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করতে পারছেন না চিকিৎসকেরা।

Advertisement

এর মাঝেই শোয়েব জানান, আপনারা সকলে দীপিকার জন্য প্রার্থনা করুন। জানা গিয়েছে, মঙ্গলবারই হবে দীপিকার অস্ত্রোপচার। দীর্ঘ সময় লাগবে অস্ত্রোপচার শেষ করতে। অভিনেত্রী অনুরাগীরা এমনিতেই উদ্বেগে রয়েছেন। তাঁদের জন্য শোয়েব লেখেন, ‘‘দীপিকার অস্ত্রোপচার হচ্ছে মঙ্গলবার। দীর্ঘ সময় ধরে চলবে। আপনারা সকলে ওঁর জন্য প্রার্থনা করবেন। ওঁর সকলের প্রার্থনার দরকার।’’

তবে দীপিকার স্বামী শোয়েব জানান, স্বস্তির খবর একটাই ক্যানসার রয়েছে শুধু ওই টিউমার অংশেই। শরীরের অন্যত্র কোথাও ছড়ায়নি।

Advertisement

অভিনেত্রীর ছেলের বয়স এখনও এক বছরও হয়নি। মাতৃদুগ্ধই পান করে সে। কিন্তু এই অসুস্থতার মধ্যে ছেলেকে আর স্তন্যদান করছেন না দীপিকা, সে কথা আগেই জানিয়েছেন। পরিবারের অন্য সদস্যদের মধ্যেই বড় হচ্ছে একরত্তি। মাকে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। এই পরিস্থিতিতে বেশ খানিকটা ভেঙে পড়েছেন দীপিকার স্বামী শোয়েব। তবে সকলের প্রার্থনায় যে তিনি সুস্থ হয়ে উঠবেন, এই প্রত্যাশা রাখেন দীপিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement