Saif Ali Khan stabbing incident

‘২১ কোটি পারিশ্রমিক পেয়েও নিরাপত্তারক্ষী রাখতে পারে না?’ সইফ-কাণ্ডে করিনাকেই দোষারোপ

করিনাকে নিয়ে তাঁদের কটাক্ষ, কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়েও নিজের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী অথবা গাড়ির চালক রাখতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩
Share:

সইফ-কাণ্ডে করিনাকেই দোষারোপ। ছবি: সংগৃহীত।

সইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে এখনও মুম্বইবাসীর ত্রাস কাটেনি। ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফের বান্দ্রার বাড়িতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। উদ্দেশ্য ছিল, ডাকাতি। কিন্তু বাধা দেওয়ায় সইফের উপর চড়াও হয়েছিলেন তিনি। ছ’বার ছুরিকাঘাতে রক্তাক্ত হয়েছিলেন তিনি। ঘটনার তিন দিনের মাথায় অভিযুক্ত শরিফুল ইসলাম ধরা পড়েন। কিন্তু এই ঘটনার জন্য করিনা কপূরকে একহাত নিলেন পরিচালক আকাশদীপ সাবির ও তাঁর স্ত্রী শিবা।

Advertisement

করিনাকে নিয়ে তাঁদের কটাক্ষ, কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়েও নিজের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী অথবা গাড়ির চালক রাখতে পারেননি। তবে এই প্রসঙ্গে আসার আগে তাঁরা চলচ্চিত্র জগতে পুরুষ ও মহিলা অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন। তাঁদের দাবি, অল্লু অর্জুনের জন্যই ‘পুষ্পা ২’ ছবি জনপ্রিয়তা পেয়েছে। তাই রশ্মিকা মন্দানার থেকে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছেন অল্লু। এর পরেই আকাশদীপ ও তাঁর স্ত্রী করিনাকে কটাক্ষ করেন।

আকাশদীপ খোঁচা দিয়ে বলেন, “নারী-পুরুষের পারিশ্রমিকের অসমতার জন্যই তো ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েও নিজের বাড়ির বাইরে একজন নিরাপত্তারক্ষী নিযুক্ত করতে পারেননি করিনা। ওঁদের ১০০ কোটি টাকা দিলে তবেই রাতের জন্য একজন নিরাপত্তারক্ষী আর সব সময়ে একজন গাড়ির চালক রাখতে পারবেন।”

Advertisement

হামলার রাতে অটোয় চড়ে হাসপাতালে গিয়েছিলেন সইফ। এই প্রসঙ্গেও হেসে ওঠেন আকাশদীপ। হাবেভাবে বুঝিয়ে দেন, তিনি অটোর কথা বিশ্বাসই করেননি। বর্ষীয়ান পরিচালক জানান, তিনি করিনাকে অনেক ছোট থেকেই চেনেন। তাঁর কথায়, “করিনা যখন খুব ছোট ছিল তখন ওর সঙ্গে দেখা হয়েছিল। করিশ্মার প্রথম ছবি ‘সাহারা’ পরিচালনা করেছিলাম। সেই সময় করিনা একেবারেই শিশু।”

সইফের ঘটনা নিয়ে আকাশদীপ আরও বলেন, “সইফ-করিনা খুবই সম্মাননীয় দম্পতি। কিন্তু দুটো প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না। ঘরের বাইরে কেন কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না?” আকাশদীপের দ্বিতীয় প্রশ্ন, “মুম্বইয়ের বেশির ভাগ বাড়িতেই কর্মীদের থাকার জায়গা কেন থাকে না?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement