Sandeep Reddy Vanga on Sai Pallavi

হাতকাটা পোশাকেও রাজি নন সাই পল্লবী! কোন দৃশ্যের জন্য বঙ্গার ছবিতে সুযোগ পাননি নায়িকা?

বিজয়ের বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে। তবে এই চরিত্রের জন্য প্রথমে সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৪
Share:

সাই পল্লবীর কথাই ভেবেছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। ছবি: সংগৃহীত।

ছবিতে উগ্র পৌরুষ প্রদর্শনের অভিযোগ রয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার বিরুদ্ধে। যদিও বক্স অফিসের ব্যবসায় তার কোনও প্রভাব পড়েনি। সন্দীপের প্রায় প্রতিটি ছবিই বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেছে। এর মধ্যে অন্যতম ‘অর্জুন রেড্ডি’। ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছেন তিনি। বিজয়ের বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে। তবে এই চরিত্রের জন্য প্রথমে সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা।

Advertisement

সন্দীপ ভেবেছিলেন, ‘অর্জুন রেড্ডি’ ছবিতে প্রীতির চরিত্রের জন্য সাই পল্লবীই উপযুক্ত। পরিচালকের পরবর্তী ছবি ‘থান্ডেল’-এ অভিনয় করছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। ছবির প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে সাই পল্লবীকে নিয়ে কথা বলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। তিনি জানান, ‘অর্জুন রেড্ডি’র জন্য প্রথমে সাই পল্লবীকেই ভেবেছিলেন।

অনুষ্ঠানে সন্দীপ রেড্ডি বঙ্গা বলেন, “কেরলের একজনকে বলেছিলাম, আমি একটা ছবি তৈরি করছি। প্রেমের কারণে ধ্বংস হয়ে যাওয়া একটি ছেলের গল্প তুলে ধরা হবে এই ছবিতে। একেবারে নিখাদ প্রেমের ছবি। ছবিতে নায়িকার চরিত্রে আমি সাই পল্লবীকে ভেবেছি। ছবিটা যে সাধারণ তেলুগু ছবির থেকে অনেকটাই আলাদা, সেটাও জানিয়েছিলাম।” কিন্তু কেরলের সেই ভদ্রলোক জানিয়েছিলেন, সাই পল্লবী এই ছবিতে অভিনয় করতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কেরলের সেই ভদ্রলোক নাকি সন্দীপকে বলেছিলেন, “স্যর, এই ছবিতে সাই পল্লবীকে নেওয়ার কথা ভুলে যান। মেয়েটি হাতকাটা জামা পরতেও প্রস্তুত নয়। তাই আপনি ওর কথা ভুলে যান।”

Advertisement

এই সব শুনে হাসতে থাকেন সাই পল্লবী। তখন সন্দীপ রেড্ডি বঙ্গা বলেন, “নতুন নতুন সুযোগ আসার সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে থাকেন অভিনেত্রীরা। কিন্তু সাই পল্লবী একেবারেই নিজেকে পরিবর্তন করেননি। সেটা দেখে খুব ভাল লাগে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement