Tollywood

বন্ধুত্বের বাহারি ফ্লেভারে আসছে ‘অনেক দিনের পরে’

ঠিক এ ভাবেই মেয়েবেলার গল্পকেই ফ্রেমবন্দি করেছেন পরিচালক দেবারতি গুপ্ত। তাঁর আগামী ছবি ‘অনেক দিনের পরে’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০৫:০০
Share:

ছবির একটি দৃশ্য।

কাট ওয়ান: ক্লাস রুম। ব্ল্যাক বোর্ডে ক্লাস ওয়ার্ক। দুই বিনুনির টিফিন বেলায় চটজলদি গসিপ।

Advertisement

কাট টু: পুরনো বন্ধু নামছে অস্টিন থেকে। আর আপনি অটোয়। মাঝখানে ফুসমন্তরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। সে বন্ধু জানে আপনার গোপন সিক্রেট। জানে মন খারাপের চিঠি। জানে হারিয়ে যাওয়া রুমালের গল্প। এত দিন পর মুখোমুখি আপনি তাকে আগের মতোই ভরসা করতে পারবেন তো? হাতে তুলে দিতে পারবেন মুঠোবন্দি দৈনন্দিনের জহর-মানিক?

ঠিক এ ভাবেই মেয়েবেলার গল্পকেই ফ্রেমবন্দি করেছেন পরিচালক দেবারতি গুপ্ত। তাঁর আগামী ছবি ‘অনেক দিনের পরে’।

Advertisement

এ ছবিতে সিনে পর্দায় চার বন্ধু হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র এবং পালোমি ঘোষ। বহু দিন পর দেখা হওয়া চার বন্ধুর গল্প। যারা ফেলে আসা সময়কে দাঁড়িপাল্লায় মেপে নেয়। হিসেব কষে বর্তমানের লাভ ক্ষতি।

চলছে পরিচালনার কাজ।

এ ছবি কি আপনার জীবনের গল্প? প্রশ্ন শুনে হেসে ফেললেন পরিচালক। বললেন, ‘‘প্রত্যেকটা চরিত্রই কাল্পনিক। তবে এ আমাদের মেয়েবেলার গল্প। আমরা যারা লেট নাইন্টিজে স্কুল করেছি, তারা বা আরও অনেকেই এই ছবির সঙ্গে রিলেট করতে পারবেন বলেই আমার মনে হয়। এক দিকে পুরনো বন্ধু, অন্য দিকে এখনকার সোশ্যাল লাইফের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপ। এ সব নিয়েই গল্প।’’

আরও পড়ুন: টিভিতে ফিরলেন ‘রাশি‌’, কোন চরিত্রে জানেন?

সব কিছু ঠিক থাকলে আগামী শীতে মুক্তি পেতে পারে এই ছবি। হারানো বন্ধুদের খুঁজে পেতে এখন থেকেই অপেক্ষা শুরু হোক না...। আপনি কী বলেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন