Salman Khan

বয়স হচ্ছে সলমনের, পর পর ব্যর্থ তাঁর ছবি! ভাইজানের ফিরে আসার পথ খুঁজে পাচ্ছেন না পরিচালক?

গত কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘সিকন্দর’-এর ক্ষেত্রেও একই ফলাফল দেখা গিয়েছে। সলমনের বয়স হয়ে গিয়েছে বলেই কি এই অবস্থা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৬:৫৫
Share:

সলমনের বয়স হয়েছে বলেই ছবি সফল হচ্ছে না? ছবি: সংগৃহীত।

সলমন খানের ছবি নিয়ে তাঁর অনুরাগীদের প্রবল প্রত্যাশা। কিন্তু গত কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘সিকন্দর’-এর ক্ষেত্রেও একই ফলাফল দেখা গিয়েছে। সলমনের বয়স হয়ে গিয়েছে বলেই কি এই অবস্থা? পরিচালক সুরজ বড়জাত্যাও কোনও সমাধান খুঁজে পাচ্ছেন না।

Advertisement

গত কয়েক দিনে সলমনের ছবির ঝলক নিয়ে উন্মাদনা তৈরি হলেও, বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি সলমনের ছবি। কিন্তু সুরজ বড়জাত্যার পরিচালনাতেই রয়েছে সলমনের পর পর সফল ছবি। তার মধ্যে রয়েছে ‘ম্যাঁয়নে প্যার কিয়া’, ‘হম আপকে হ্যাঁয় কৌন’, ‘হম সাথ সাথ হ্যাঁয়’, ‘প্রেম রতন ধন পায়ো’। ফের সলমনের সঙ্গে একটি ছবিতে কাজ করার ছিল সুরজের। কিন্তু সেই ছবির কাজ আর এগোয়নি।

সম্প্রতি সাক্ষাৎকারে বর্ষীয়ান পরিচালক জানিয়েছেন, সলমনের জন্য এখন আনকোরা গল্প খুঁজে বার করা বেশ কঠিন বিষয়। কিছু বিষয় নিয়ে চাইলেও কাজ করা যাবে না। কোনও ছবি পরিচালনা করলেও, তা শেষ পর্যন্ত বক্স অফিসে কাজ করবে কি না, তা নিয়েও ধন্দ রয়েছে। তাই তত দিন পর্যন্ত সময় নিতে চান বলে জানান সুরজ।

Advertisement

সলমনের বয়সের জন্যই ভেবেচিন্তে এগোতে চান তিনি। বয়সের সঙ্গে মানানসই গল্প নিয়ে কাজ করতে চান তিনি। সুরজ বলেছেন, “প্রত্যেকের জীবনেই এমন সময় আসে। সলমন একজন তারকা। তাই তাঁর ছবির ব্যর্থতা দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু প্রত্যেকেরই ভুল করার অধিকার রয়েছে। সবাই তো ভুল করেই নতুন কিছু শেখে। প্রত্যেককেই এগিয়ে যেতে দিতে হবে। তাই ওঁর তীব্র সমালোচনা না করাই ভাল। আমি নিশ্চিত, তিনি বড় কোনও ছবি নিয়ে নিজের মেজাজে ফিরবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement