তথাগত মুখোপাধ্যায়-আলোকবর্ষা বসু এক ফ্রেমে। ছবি: ফেসবুক।
প্রেম দিবসে তথাগত মুখোপাধ্যায়ের ভালবাসা প্রকাশ্যে। তাঁর আগামী ছবি ‘রাস’ তথাগতের জীবনে প্রেম ফিরিয়ে দিয়েছে। খবর, পরিচালক তাঁরই এক সহকারী পরিচালকের আলোয় আলোকিত। নাম আলোকবর্ষা বসু। দু’জনেই কাঁধে কাঁধ মিলিয়ে ছবির শুটিং করছেন। এ-ও জানা গিয়েছে, সেটেই নাকি ভ্যালেন্টাইনস ডে পালন করবেন তাঁরা।
আর কী কী করবেন? সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগের চেষ্টা করেছিল তথাগতের সঙ্গে। শুটিংয়ে ব্যস্ততার কারণে ফোন বন্ধ তাঁর। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তথাগত-আলোকবর্ষা এক পেশায়। তাই কাজের মধ্যেই প্রেম খুঁজে পান তাঁরা। আলাদা করে কোনও কিছুর পরিকল্পনা নেই তাঁদের। আরও খবর, উভয়ের বয়সের ব্যবধান নাকি অনেকটা। পরিচালকের প্রেম নাকি দুই প্রজন্মের মধ্যে সেতুবন্ধ হতে চলেছে। তথাগত তাঁর পরবর্তী প্রজন্মের ইতিবাচক দিক আপন করে নিতে চান। আলোকবর্ষা পরিবর্তে পরিচালকের কাছে নিশ্চিন্ত আশ্রয়ের স্বপ্ন দেখেন।
দিন কয়েক আগে হঠাৎ-ই তথাগতর প্রেমের খবর ছড়িয়ে পড়ে। তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছেন, শোনা গিয়েছিল সে সময়। তখনও আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তথাগত সেই সময় জানিয়েছিলেন, ভালবাসার দিনে ভালবাসার মানুষের কথা জানাবেন তিনি। যদিও পরিচালক কথা রাখেননি। তথাগত-আলোকবর্ষা কবে বিয়ের পিঁড়িতে বসবেন? পরিচালকের ঘনিষ্ঠদের দাবি, দিল্লি অনেক দূর। আগে মন দেওয়া-নেওয়ার পালা ভাল করে মিটুক। পরস্পরকে যাচাই করে নিন। তার পর বিয়ে...।