Mahua Roy Choudhury Biopic

প্রেম দিবসে নতুন সমীকরণ! রানা সরকারের ‘মহুয়া’র জীবনীচিত্রে প্রিয়াঙ্কা সরকার?

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে ‘বিনোদিনী’র চরিত্র থেকে প্রিয়াঙ্কার নাম বাদ দিয়েছিলেন রানা। ‘মহুয়া’ চরিত্রের মাধ্যমে হারানো প্রেম ফেরাতে চাইছেন প্রযোজক?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০
Share:

রানা সরকারের ‘মহুয়া রায়চৌধুরী’ প্রিয়াঙ্কা সরকার? ছবি: সংগৃহীত।

প্রেম ছিল তাঁদের, টলিউড জানে। সেই প্রেমে নাকি সময়ের শ্যাওলা জমেছিল, এ-ও কানাঘুষো শোনা যায়। প্রেম দিবসে ফের নতুন চর্চা, হারানো প্রেমে নাকি বসন্ত বাতাসের স্পর্শ! রানা সরকার-প্রিয়াঙ্কা সরকার। প্রযোজক-নায়িকার সমীকরণে রং ছড়িয়েছে ‘মহুয়া রায়চৌধুরী’র জীবনীছবি! গুঞ্জন, সব ঠিক থাকলে নামভূমিকায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের পথে। মার্চ মাসে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। এই ছবির মাধ্যমে বড় ছবি পরিচালনায় হাত রাখতে চলেছেন সোহিনী ভৌমিক।

Advertisement

সম্প্রতি, এক পুরস্কার মঞ্চে তাঁর আরও একটি ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে ‘নটী বিনোদিনী’ হিসাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন প্রযোজক। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মঞ্চ থেকে বার্তা দেন। সঞ্চালনার দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা তখন মঞ্চের এক পাশে দাঁড়িয়ে। এই চরিত্রে তাঁকেই প্রথম বেছেছিলেন প্রযোজক। তখনই বিষয়টি নজরে আসে টলিউডের কিছু মানুষের। চাপা ফিসফাস শুরু। ভ্যালেন্টাইনস ডে-তে ফের নতুন গুঞ্জন শোনা যেতেই নড়ে বসেছেন তাঁরা।

প্রেমে ফিরছেন রানা? ‘মহুয়া’র জীবনীচিত্রের নায়িকা খুঁজে পেলেন? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে প্রযোজক জানালেন, এখনও বিষয়টি নিয়ে কথা বলার সময় আসেনি। আরও গুঞ্জন, একই চরিত্রের জন্য ইতিমধ্যেই নাকি লুক টেস্ট হয়েছে স্বস্তিকা দত্ত, রাজনন্দিনী পাল, অয়ন্না চট্টোপাধ্যায়ের। সকলকে ছাপিয়ে প্রিয়াঙ্কা কেন? রানার কথায়, “মহুয়ার জীবনের সঙ্গে প্রিয়াঙ্কার জীবনের অনেক মিল।” প্রযোজকের এই দৃষ্টিভঙ্গির কারণেই টলিউডের দাবি, প্রিয়াঙ্কার দিকেই নাকি পাল্লা ভারী। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। যাঁকে নিয়ে এত চর্চা সেই প্রিয়াঙ্কা কিন্তু যথারীতি নীরব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement