ত্রাণ দিয়ে ছবি পোস্ট করব! আমার দ্বারা হবে না: দিতিপ্রিয়া

বৃহস্পতিবার সকালেই মায়ের সঙ্গে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে আমতলা পাড়ি দিয়েছিলেন রানিমা। ‘ইছামতি ফাউন্ডেশন’ –এর উদ্যোগে ওই অনুষ্ঠানে নিজের হাতে আমপানে সব হারানো ৫০ জন মানুষকে তুলে দিলেন নিত্য প্রয়োজনীয় জিনিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ১৯:৩৩
Share:

দিতিপ্রিয়া রায়।

‘ফিল্মস্টার’, কথাটা শুনলেই মনে হয় সাতমহলা বাড়ি-গাড়ি। সোনায় মোড়া জীবন। দুঃখ, কষ্ট? ওসব ওঁদের হয় নাকি? মানুষের পাশে দাঁড়ানো? সব ‘শো অফ’! তাই দিতিপ্রিয়া যখন আমতলা থেকে আরও ভিতরে হাওড়ার এক প্রত্যন্ত গ্রামে ত্রাণ নিয়ে গিয়েছিল ও চায়নি কেউ জানুক। আনন্দবাজার ডিজিটালের কাছে সে খবর পৌঁছতে ওঁকে জিজ্ঞাসা করা হলে খানিক লজ্জা পেয়ে বলেন, “মানুষের পাশে দাঁড়াব তা নিয়ে পোস্ট করব, আমার কেমন যেন লাগে”।

Advertisement

বৃহস্পতিবার সকালেই মায়ের সঙ্গে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে আমতলা পাড়ি দিয়েছিলেন রানিমা। ‘ইছামতি ফাউন্ডেশন’ –এর উদ্যোগে ওই অনুষ্ঠানে নিজের হাতে আমপানে সব হারানো ৫০ জন মানুষকে তুলে দিলেন নিত্য প্রয়োজনীয় জিনিস। সংস্থার কর্ণধার পঙ্কজ বিশ্বাস, তিনি নিজেও ইণ্ডাস্ট্রিরই অংশ। পেশায় মেকআপ আর্টিস্ট। পঙ্কজ বলছিলেন, “আমাদের সংস্থা অনেকদিন ধরেই এরকম উদ্যোগ নিয়ে আসছে। দিতিপ্রিয়াই ফোন করে বলে, দাদা আমিও তোমাদের সঙ্গে যেতে চাই। চলে এল।” দিতিপ্রিয়ার কাছে ছবি চাইতেই বলল, “ছবি! তুলিনি তো”। পঙ্কজ দিলেন।

Advertisement

ব্যস্ত দিতিপ্রিয়া। ছবি-পঙ্কজ বিশ্বাস।

মুখে মাস্ক, জিন্স-শার্টে রানিমা’কে দেখে চিনতে পেরেছিলেন ওঁরা? মুচকি হেসে বললেন, “হ্যাঁ, মনে হয়। সেলফি তুলতে তো চাইছিলেন অনেকেই”।

আরও পড়ুন- সিনেমা না ব্যক্তিগত ইগো, কে জিতল শ্রীলেখা-সৌকর্য তরজায়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন