Entertainment News

মেয়েটিকে আপনি চেনেন, কে বলুন তো?

প্রসিতের উপর পূর্ণ আস্থা রেখে অনুষ্কা জানিয়েছিলেন নতুন প্রতিভা, নতুন আইডিয়া নিয়ে সব সময়ই কাজ করতে চান তিনি। সে কারণেই বেছে নিয়েছেন ‘পরী’র মতো ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ১৫:২৮
Share:

চিনতে পারলেন? ছবি: টুইটারের সৌজন্যে।

হাল্কা নীল চোখের এক মেয়ে। সটান তাকিয়ে আপনার দিকে। দৃষ্টিতে রয়েছে চেপে রাখা কষ্টের ইমোশন, রয়েছে ভয়। এ মেয়েকে আপনি চেনেন। কিন্তু এই রূপে হয়তো দেখেননি আগে। কে ইনি?

Advertisement

ইনি অনুষ্কা শর্মা। মঙ্গলবার মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘পরী’র ফার্স্ট লুক। সেখানে এ ভাবেই দেখা যাবে নায়িকাকে।

এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন অনুষ্কা। পর পর বেশ কিছু ছবিতে সেই এক্সপেরিমেন্টের ছাপও রেখেছেন। চেনা ছকের তারকা ইমেজ নয়। বরং তার থেকে বেরিয়ে চরিত্রে অনেক বেশি মনোযোগ দিয়েছেন। নিজের প্রযোজনায় ‘এন এইচ টেন’, ‘ফিলাউরি’র পর ‘পরী’তেও থাকবে সেই ছাপ।

Advertisement

আরও পড়ুন, রাজের সঙ্গে ব্রেকআপের পর কী করছেন শুভশ্রী?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এ মাসেই শুরু হবে ছবির শুটিং। প্রসিত রায়ের পরিচালনায় অনুষ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত আগেই বলেছিলেন, ‘‘আমি পরীর স্ক্রিপ্ট পড়ে আপ্লুত। টিমও দারুণ। অনুষ্কা শর্মার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের। অনেক সম্ভাবনা রয়েছে ছবিটির। শুটিং শুরু হওয়ার অপেক্ষা।’’

প্রসিতের উপর পূর্ণ আস্থা রেখে অনুষ্কা জানিয়েছিলেন নতুন প্রতিভা নতুন আইডিয়া নিয়ে সব সময়ই কাজ করতে চান তিনি। সে কারণেই বেছে নিয়েছেন ‘পরী’র মতো ছবি।

প্রসিতের উপর পূর্ণ আস্থা রেখে অনুষ্কা জানিয়েছিলেন নতুন প্রতিভা নতুন আইডিয়া নিয়ে সব সময়ই কাজ করতে চান তিনি। সে কারণেই বেছে নিয়েছেন ‘পরী’র মতো ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement