Entertainment News

খোঁজ মিলল ছোট সানি লিওনের!

বিষয়টা ঠিক কী? বিশদে বলা যাক।

Advertisement
শেষ আপডেট: ০৬ মে ২০১৮ ১১:১৪
Share:

ইনিই আসল সানি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সানি লিওনকে তো আপনি চেনেন? ঠিকই ধরেছেন। বলি অভিনেত্রী সানির কথাই বলা হচ্ছে। কিন্তু এ বার সামনে এল ছোট সানি লিওন।

Advertisement

বিষয়টা ঠিক কী? বিশদে বলা যাক।

অভিনেত্রী তথা তিন সন্তানের মা সানিকে নিয়ে তৈরি হচ্ছে একটি ওয়েব সিরিজ। ‘করণজিত্ কউর- দ্যা আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ নামের ওই ওয়েব সিরিজ দেখানো হবে ২০১৯ নাগাদ। এটি তৈরি হচ্ছে সানির জীবনের ঘটনা নিয়েই।

Advertisement

আরও পড়ুন, ভাল বউ! নিজেকেই সার্টিফিকেট শুভশ্রীর

দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি শুটিং শুরু করেছেন সানি। সেখানেই সানির ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করছেন তাঁকেই সোশ্যাল মিডিয়ায় মিনি সানি লিওন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী।

এই ওয়েব সিরিজ ছাড়াও তামিল ইন্ডাস্ট্রিতে তাঁর ডেবিউ ছবি নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সানি। পাশাপাশি নিজের ব্র্যান্ডের কসমেটিকসের ব্যবসা নিয়েও ব্যস্ত তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement