কোন গ্রহের ফেরে ঘটল এই অঘটন? ছবি: সংগৃহীত।
শেফালি জ়ারিওয়ালার জন্মছকেই নাকি ছিল অশনি সঙ্কেত। সম্প্রতি পরেশ ছাবরার পডকাস্টে তাঁর জন্মছক নিয়ে হয়েছিল আলোচনা। সেখানে শেফালিকে আকস্মিক মৃত্যের আভাস দিয়েছিলেন পরেশ। অভিনেত্রীর মৃত্যুর পরে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। ২০২৪ সালে অগস্ট মাসে পরেশের পডকাস্টে অতিথি হিসাবে এসেছিলেন শেফালি। সেখানে তাঁর জন্মছক নিয়ে হয় বিপুল কাটাছেঁড়া। সেখানেই তাঁর ছক দেখে পরেশ বলেছিলেন, “অষ্টম ঘরে চন্দ্র এবং কেতু থাকা খুবই খারাপ। সেই সঙ্গে বুধ থাকলে তা হলে আকস্মিক মৃত্যু, ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আপনার জন্মছকে চন্দ্র এবং কেতু ছকের অষ্টমে বসে রয়েছে, যা বিপজ্জনক বলেই মনে হচ্ছে।”
পরেশের সব কথা মন দিয়ে শুনেছিলেন শেফালি। আদপে তিনি জ্যোতিষে কতটা বিশ্বাস করেন সে কথা অবশ্য খোলসা করেননি তিনি। শুক্রবার মাঝরাতে আচমকাই ছড়িয়ে পড়ে অভিনেত্রীর মৃত্যুর খবর। শোনা গিয়েছিল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
শেফালি ৩৫টি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছিলেন সব মিলিয়ে। ২০০৪ সালেই বলিউডে ডেবিউ করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে। শেফালি ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। বিচ্ছেদ হয়ে যায়। তার পর অন্তরালেই ছিলেন। বেশ কয়েক বছর পর পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজ়নে অংশ নিয়েছিলেন।
২০১৪ সালে বিয়েও করেছেন তাঁরা। ‘ওভারনাইট সেনসেশন’ শেফালিকে নিয়ে সেই সময়েও উন্মাদনা কম হয়নি। তবে সবটাই ‘কাঁটা লাগা’-র দৌলতে। তারপর ‘বিগ বস্ ১৩’-র প্রতিযোগী ছিলেন। তখন ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন। নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন। এর মাঝেই ঘটে গেল অঘটন।