Entertainment News

বলিউডের কোন নায়িকা তৈমুরের অনুরাগী জানেন?

তৈমুরের সেই অনুরাগীর প্রথম পরিচয় তিনি বলিউডের নায়িকা। গেস করুন তো, কে সেই নায়িকা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১১:৫৯
Share:

তৈমুর আলি খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

গত প্রায় এক বছরে বলিউডে সম্ভবত সবচেয়ে বেশিবার হেডলাইনে এসেছে তৈমুর আলি খান। সইফ ও করিনা ছেলে জন্মের পর থেকেই লাইমলাইট কেড়ে নিয়েছে। বহু বার পাপারাত্‌জিরা নানা মুডে তাকে ফ্রেমবন্দি করেছেন। এ বার খোঁজ পাওয়া গেল তৈমুরের এক অনুরাগীর।

Advertisement

তৈমুরের সেই অনুরাগীর প্রথম পরিচয় তিনি বলিউডের নায়িকা। গেস করুন তো, কে সেই নায়িকা?

আসলে সম্প্রতি জ্যাকলিন ফার্নান্ডেজ গিয়েছিলেন তৈমুরের কাছে। ছোটে নবাবের সঙ্গে দেখা করে মুগ্ধ জ্যাকলিন ঘনিষ্ঠ মহলে তাঁর ভাললাগার কথা জানিয়েছেন। তিনি যে ইতিমধ্যেই তৈমুরের ‘ফ্যান’ হয়ে গিয়েছেন শেয়ার করেছেন সে কথাও।

Advertisement

আরও পড়ুন, তৈমুরের প্রথম জন্মদিনে থাকছেন না বলিউডের কেউ, কেন জানেন?

শুধু তাই নয়, তৈমুরের সঙ্গে দেখা করতে গিয়ে একটি ভিডিও করেছিলেন জ্যাকলিন। নায়িকা সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই তা অনুরাগীদের পছন্দের তালিকার প্রথম সারিতে জায়গা করে নিয়েছে।

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন 😘 😘 💋💋 (_)

😘 😘

💋💋 (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement