Entertainment News

কনের সাজে ঐন্দ্রিলা, তবে কি…

হঠাত্ কনের সাজে, এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় কেন শেয়ার করলেন ঐন্দ্রিলা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ১৩:৫৩
Share:

ঐন্দ্রিলার শেয়ার করা ছবি।— টুইটারের সৌজন্যে।

গা ভর্তি গয়না। কপালে চন্দন। মাথায় শোলার মুকুট। বেনারসীর সাজে নতুন কনে আপনার চেনা। ইনি কে বলুন তো?

Advertisement

ঠিকই ধরেছেন। টেলিভিশনের দৌলতে আপনি প্রতিদিন দেখছেন এই অভিনেত্রীকে। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’। ইনি ঐন্দ্রিলা সেন

কিন্তু হঠাত্ কনের সাজে, এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় কেন শেয়ার করলেন ঐন্দ্রিলা? ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন আপনি ঠিক করবেন যে আপনি আপনার জীবনটা নতুন করে শুরু করবেন, তখন আপনি বাকি থাকা জীবনটা যত দ্রুত সম্ভব শুরু করতে চাইবেন।’

Advertisement

আরও পড়ুন, অরিন্দমের পরিবারের ‘একজন’ হলেন অনিন্দিতা

কনের সাজে হঠাত্ করে নতুন জীবন শুরু করার কথা কেন বলছেন ঐন্দ্রিলা? তা হলে কি বিয়ে করছেন অভিনেত্রী?

বিয়েই করছেন। তবে তা রিয়েল নয়, রিল লাইফে। ‘ফাগুন বউ’ ধারাবাহিকেই কনের সাজে দেখা যাবে ঐন্দ্রিলাকে। সেই ইঙ্গিতও টুইটে দিয়েছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement