Entertainment News

বিয়ের ডেট ঠিক হল সোনমের?

কপূর পরিবারের এক ঘনিষ্ঠ সাংবাদিক জানান, বিদেশে নয়, সোনমের বিয়ে নাকি হবে মুম্বইতেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ১৪:৫৩
Share:

শাড়িতে সেজেছেন সোনম। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সোনম কপূর এবং আনন্দ আহুজার বিয়ে যে এ বছরই তা নিয়ে বলি মহলের একাংশ প্রায় নিশ্চিত। কিন্তু কোথায় বিয়ে করবেন এই জুটি তা নিয়ে নয়া গুঞ্জন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।

Advertisement

বলি মহলের একটা অংশের মত, চলতি ট্রেন্ড মেনে হয়তো দেশের বাইরে গোপনে বিয়ে করবেন এই জুটি। তবে কপূর পরিবারের এক ঘনিষ্ঠ সাংবাদিক জানান, বিদেশে নয়, সোনমের বিয়ে নাকি হবে মুম্বইতেই।

কিন্তু মুম্বইয়ের কোথায়? শোনা যাচ্ছে, সোনমের মা কবিতা সিংহের বান্দ্রার বাংলোয় বসবে বিয়ের অনুষ্ঠান। সোনমের দিদিমা বেশি ট্রাভেল করতে পারবেন না, তাই এই আয়োজন। সঙ্গীতের আসর বসবে শহরের এক বিলাসবহুল হোটেলে। শোনা যাচ্ছে, সোনমের বিয়ের সঙ্গীতের কোরিওগ্রাফ করছেন ফারহা খান। এ ছাড়া মেহেন্দির অনুষ্ঠান হবে বান্দ্রার কুর্লা কমপ্লেক্সে সোনমের নিজস্ব অ্যাপার্টমেন্টে।

Advertisement

আরও পড়ুন, বেডরুম সিক্রেট শেয়ার করলেন শাহিদ কপূর!

আর বিয়ে কবে? বলি মহলের এক সূত্র বলছে, মে মাসের প্রথম সপ্তাহেই নাকি হবে এই গ্র্যান্ড ওয়েডিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement